Download WordPress Themes, Happy Birthday Wishes

২০২৪ সালের অলিম্পিকে খেলবেন মেসি !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর অনেকেই ভেবেছিলেন ফুটবল থেকে অবসরে যাবেন লিওনেল মেসি । ইতোমধ্যে ইউরোপের পাঠ চুকিয়ে ক্লাব ফুটবলে তিনি ঘাঁটি গেড়েছেন মার্কিন মুল্লুকে । নাম লিখিয়েছেন মার্কিন ক্লাব ইন্টার মিয়ামিতে । আর খেলছেন আন্তর্জাতিক ফুটবলেও ।

সম্প্রতি ২০২৬ সালের বিশ্বকাপের ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব শুরু হয়েছে । মেসির গোলে প্রথম ম্যাচেই আর্জেন্টিনা হারিয়েছে ইকুয়েডরকে । যদিও বলিভিয়ার বিপক্ষে ইনজুরি আক্রান্ত হওয়ায় মাঠে নামেন নি । তবে মেসি যে ২০২৬ সালের বিশ্বকাপ খেলবেন , সেই আভাস পাওয়া যাচ্ছে । অন্তত ২০২৪ সালে আমেরিকার মাটিতে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকায় মেসির উপস্থিতি অনেকটাই নিশ্চিত ।

এদিকে শুধু জাতীয় দল না , আর্জেন্টিনার অলিম্পিক দলের কোচ হাভিয়ের মাশ্চেয়ারনোও নিজের দলে মেসিকে চান । ২০২৪ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালীন অলিম্পিক । যেখানে ল্যাটিন আমেরিকা থেকে দুটি দেশ ফুটবল ইভেন্টে খেলার সুযোগ পাবে । অলিম্পিকে মুলত অনূর্ধ্ব-২৩ দল অংশ নেয় । কিন্তু যে কোন দেশ ইচ্ছে করলে তিনজন সিনিয়র খেলোয়াড় খেলাতে পারে । যেমন- ২০১৬ সালে ব্রাজিলের অলিম্পিক স্বর্ণজয়ী দলের ছিলেন নেইমার জুনিয়র ।

মেসি এক সময় বার্সেলোনায় মাশ্চেরানো সাথে খেলেছেন । জাতীয় দলেও সতীর্থ ছিলেন । সেই মাশ্চেরানো এখন আলবেসেলেস্তে যুবাদের কোচ । তাঁর অধীনে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে খেলবে আর্জেন্টিনা । দলকে শক্তিশালী করতে মেসির সাথে আনহেল ডি মারিয়াকে চান মাশ্চেরানো ।

মেসি আর ডি মারিয়া ২০০৮ সালে আর্জেন্টিনার হয়ে জিতেছেন অলিম্পিক স্বর্ণ । ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে একমাত্র গোল করেছিলেন ডি মারিয়া । সেই স্কোয়াডে মাশ্চেরানো নিজেও ছিলেন ।

মেসি ও ডি মারিয়াকে নিজের দলে পাওয়ার আগ্রহ জানিয়ে মাশ্চেরানো বলেছেন, ‘দুজন বিশ্বচ্যাম্পিয়নকে দলে পাওয়া অবশ্যই গর্বের বিষয় হবে। এমন খেলোয়াড় আছে, যারা কিছু বিষয় নির্ধারণ করে দিতে পারে। দলে লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়াকে পাওয়া হবে সম্মানের ব্যাপার।’

আগামী জানুয়ারিতে ভেনেজুয়েলায় শুরু হবে প্রি-অলিম্পিক টুর্নামেন্ট। প্রতিযোগিতার শীর্ষ দুটি দেশ খেলবে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবল প্রতিযোগিতায়। বিশ্বকাপের পর এখন অলিম্পিকেও নিজেদের শ্রেষ্ঠত্ব ফেরাতে মরিয়া আর্জেন্টিনা।

আহাস/ক্রী/০০৮