Download WordPress Themes, Happy Birthday Wishes

হ্যাট্রিক হারের সাথে বড় ঝুঁকিতে নিউজিল্যান্ড

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথমটি হেরেছিল ইংল্যান্ড । তবে চার ম্যাচের সিরিজ ঠিকই নিজেদের করে নিয়েছে ২০১৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা । টানা তিন জয়ে সিরিজ পকেটে পুরেছে ইংলিশরা ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সিরিজের চতুর্থ আর শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ১০০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ইংল্যান্ড । লর্ডসে প্রথম ব্যাট করা ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১১ রান তুলে । জবাবে ৩৮.২ ওভারে ২১১ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড ।

কেনিংটন ওভালে মাত্র তিনদিন আগেই অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন ডেভিড মালান । বেন স্টোকসের রেকর্ড ১৮২ রানের ইনিংসের সাথে নিজে করেছিলেন ৯৬ রান । স্টোকসের সঙ্গে ১৯৯ রানের জূটি গড়ে দলকে এনে দিয়েছিলেন জয় । লর্ডসে কোন ভুল করেন নি মালান । খেলেছেন ১২৭ রানের ইনিংস । ১১৪ বলের মোকাবেলায় ইংলিশ ওপেনার মেরেছেন ১৪টি চারের সাথে ৩টি ছক্কা ।

মাত্র ২১ ওয়ানডে খেলা ডেভিড মালানের সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে ।

ইংল্যান্ডের ইনিংসে ৩১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন অধিনায়ক জশ বাটলার । তাঁর ব্যাট থেকে আসে ৩টি চার আর ১টি ছক্কা । ৩৮ বলে ১ ছক্কায় ২৮ রান করেন লিয়াম লিভিংস্টোন ।

কিউইদের পক্ষে রাচিন রবীন্দ্র চার উইকেট নিয়েও খুশী হতে পারেন নি নিশ্চিত । কারণ দিনের শেষে দল তো হেরে গেছে ! এছাড়া দুইটি করে উইকেট নেন ম্যাট হেনরি আর ডেরিল মিচেল ।

টার্গেট তাড়ায় নিউজিল্যান্ডের ইনিংসে সর্বনাশ ঘটান চার উইকেট নেয়া মইন আলি ।

রচিন রবীন্দ্রের ৪৮ বলে ৬১ রান ছাড়া কোনও কিউই ব্যাটারই সফল হতে পারেননি। তবে হেনরি নোকলস ৪৮ বলে ৪১ রান করেছিলেন। উইল ইয়ং ৩১ বলে ২৪ রান করেন । ফলে ইংল্যান্ড পেয়ে যায় সহজ জয় । সেই সাথে সিরিজও নিজেদের করে নেয় । তবেসিরিজ হারের চেয়ে বড় দুশ্চিন্তা হতে পারে টিম সাউদির চোট। বিশ্বকাপের ২০ দিন আগে পাওয়া এই পেসারের চোটে বিশ্বকাপই এখন শঙ্কায় সাউদির। কিউই এই পেসারের হাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরেছে, নড়েও গেছে। বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দুই-একদিনে ।
আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে নামবে নিউজিল্যান্ড। চোটের কারণে নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনকে বিশ্বকাপের শুরুতে না–ও পেতে পারে সর্বশেষ দুই বিশ্বকাপের ফাইনাল খেলা নিউজিল্যান্ড ।

আহাস/ক্রী/০০৫