Download WordPress Themes, Happy Birthday Wishes

স্টোকসের রেকর্ড সেঞ্চুরির সামনে অসহায় দক্ষিণ আফ্রিকা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

সামনেই আইসিসি ওয়ানডে বিশ্বকাপ । দেশকে প্রতিনিধিত্ব করতে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েও ২২ গজের পিচে ফিরেছেন বেন স্টোকস । শুধু ফেরা নয় , রেকর্ড গড়া ইনিংসে বিশ্বকাপের অন্যান্য দলগুলোর জন্য দিলেন সতর্কবার্তা । বেন স্টোকসরা প্রস্তুত ২০১৯ সালের বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে ।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান চার ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হয়েছিল ইংল্যান্ডের হার দিয়ে । তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় ইংলিশরা । আর তৃতীয় ম্যাচে তো ১৮১ রানে প্রোটিয়াদের উড়িয়ে দিয়ে হাওয়ায় ভাসছে ইংলিশরা । ইংল্যান্ডের জয়ের ১২৪ বলে ১৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেছেন স্টোকস । মেরেছেন ১৫টি চার আর ৯টি ছক্কা ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেছেন স্টোকস । ওয়ানডে ক্রিকেটে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি আর ২০১৭ সালের পর প্রথম ।

কেনিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডের শুরুটা ভাল হয় নি । ১৩ রানেই স্বাগতিকরা হারায় দুই উইকেট । তৃতীয় উইকেটে ১৯৯ রান যোগ করেন স্টোকস আর ডেভিড মালান । ওপেনার মালান ৯৫ বলে ১২টি চারের সাথে ১ ছক্কায় করেন ৯৬ রান । জস বাটলারের সঙ্গে স্টোকসের জুটিতে আসে ৪৬ বলে ৭৮ রান, লিয়াম লিভিংস্টোনের সঙ্গে স্টোকস যোগ করেন আরও ৪৬ রান।

চলতি ওয়ানডে সিরিজ দিয়েই অবসর ভেঙ্গে ফিরেছেন স্টোকস । তাঁর আগ্রাসী ব্যাটিংয়ে ৪৮.১ ওভারে ৩৬৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস । দক্ষিণ আফ্রিকার হয়ে পাঁচ উইকেট নেন ট্রেন্ট বোল্ট । কিন্তু স্টোকস কীর্তিতে ম্লান হয়ে যায় কিউই পেসারের ষষ্ঠবারের মত পাঁচ উইকেট নেয়ার আনন্দ । এছাড়া তিন উইকেট পেয়েছেন বেন লিস্টার ।

রান তাড়ায় দক্ষিণ আফ্রিকার ইনিংস মুখ থুবড়ে পড়ে মাত্র ৩৯ ওভারে । রান ১৮৭ । স্টোকসের একার ইনিংসের চেয়ে মাত্র ৫ রান বেশী ! সর্বোচ্চ ৭২ রান করেন গেলন ফিলিপ্স । এছাড়া ২২ বলে ২৮ রান করেছেন রচিন রবীন্দ্র ।

ক্রিস ওক্স আর লিয়াম লিভিংস্টোন নিয়েছেন তিনটি করে উইকেট ।

আহাস/ক্রী/০০১