
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
চলমান এসিসি এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের । প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে বাংলাদেশ । আর ফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে শ্রীলংকা এবং পাকিস্তান । বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পাকিস্তান বনাম শ্রীলংকা ম্যাচ । বাংলাদেশ সময় বিকের সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি । কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান আর শ্রীলংকা ম্যাচে বিজয়ী দল খেলবে ভারতের বিপক্ষে ফাইনাল ।
সমীকরণ সহজ । সুপার ফোরে পাকিস্তান এবং ভারত জিতেছে বাংলাদেশের বিপক্ষে । দুই হারে বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা শেষ । এছাড়া ভারতের কাছে হেরেছে পাকিস্তান আর শ্রীলংকা । তাতে দুই দলের ম্যাচটি পরিনত হয়েছে ফাইনালে যাওয়ার লড়াই । জিতলেই ফাইনাল এমন মানসিকতায় মাঠে নামছে শ্রীলংকা আর পাকিস্তান ।
কিন্তু যদি ম্যাচ কোন কারণে পরিত্যক্ত হয় ? কলম্বোয় বর্তমানে চলছে বৃষ্টির মৌসুম । প্রায় প্রতি ম্যাচেই হানা দিচ্ছে বৃষ্টি । পাকিস্তান আর ভারতের গ্রুপ পর্বের ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে । আর সুপার ফোরে দুই দলের লড়াই শেষ হয়েছে রিজার্ভ ডেতে । কিন্তু টুর্নামেন্টের বাকী কোন ম্যাচে রিজার্ভ ডে রাখা হয় নি । অর্থাৎ ম্যাচ পরিত্যাক্ত হলেই পয়েন্ট ভাগাভাগি । সেক্ষেত্রে নেট রান রেটে নির্ধারণ হবে ফাইনালে ভারতের প্রতিপক্ষ ।
মুখোমুখি লড়াইয়ের আগে শ্রীলঙ্কার রানরেট (-০.২০০) আর পাকিস্তানের (-১.৮৯২)। যদি কোন কারণে বৃষ্টিতে খেলা ভেসে যায় তাহলে দুই দলের ঝুলিতে জমা হবে একটি করে পয়েন্ট । সেই ক্ষেত্রে রান রেটে কপাল পুড়বে পাকিস্তানের । মুলত ভারতের কাছে ২২৮ রানের বিশাল হারেই সর্বনাশ হয়েছে পাকবাহিনীর ।
কলোম্বোর আবহাওয়া পূর্বাভাষ বলছে , পাকিস্তান–শ্রীলঙ্কার এই গুরুত্বপূর্ণ ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। ‘ওয়েদার চ্যানেল’ রিপোর্ট জানিয়েছে , ১৪ সেপ্টেম্বর কলম্বোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৬ শতাংশ। আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, কলম্বোর আকাশ ম্যাচ চলাকালে পুরো সময়ই মেঘাচ্ছন্ন থাকবে। ম্যাচে বৃষ্টির বাগড়া দেওয়ার সম্ভাবনা আছে ৮৪ শতাংশ।
আবহাওয়া পরিস্থিতি পাকিস্তানের অনুকূল নয় । তাই তাদের প্রার্থনা একটাই , কোনমতে যাতে ম্যাচ শেষ হয় । হোক সেটা কর্তিত ওভারে । তাহলে অন্তত লড়াই করার সুযোগ পাওয়া যাবে । ম্যাচ না হলে সেই সম্ভাবনাও নেই । বিনা লড়াইয়ে ফাইনালে খেলবে শ্রীলংকা ।
আহাস/ক্রী/০০৬