
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল তারকা মুশফিকুর রহিম । তাঁর দখলে রয়েছে উল্লেখ করার মত অনেক রেকর্ড । টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক তিনি । ওয়ানডে রানের সংখ্যায় বাংলাদেশে তিনি সেরা তিনে । টি-টুয়েন্টি সংস্করণে আছেন সেরা পাঁচে । টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেট রক্ষক হিসেবে তাঁর রয়েছে ডাবল সেঞ্চুরি । এছাড়া, বাংলাদেশের হয়ে তিনটি টেস্ট ডাবল সেঞ্চুরি আছে তাঁরই ।
মুশফিক বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার । শচিন টেন্ডুলকার সর্বকালের সেরাদের একজন । তাঁর দখলে রয়েছে আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ রানের রেকর্ড । মুশির সাথে শচিনের তুলনা চলে না । আর তাছাড়া দুজন দুই ধারার ক্রিকেটার । পজিশনও এক না । তবে সেই শচিনের একটি রেকর্ড ভেঙ্গে দেয়ার সুযোগ এসেছে মুশফিকের সামনে । কিন্তু সমস্যা হচ্ছে , সেই রেকর্ড হয়ত নিজেই ভাংতে চাইবেন বাংলাদেশের উইকেট-কিপার ব্যাটসম্যান ।
শচিনের দখলে আছে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশী পরাজয়ের রেকর্ড । আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকার পরাজয়ের মুখ দেখেছেন ২৫৬ ম্যাচে। দুইয়ে থাকা জয়াবর্ধনে ২৪৯ আর তিনে থাকা মুশি দলের হারে সঙ্গী ছিলেন ২৪৭ ম্যাচে।
হিসেব বলছে , আর ১০টি ম্যাচে মুশফিককে নিয়ে বাংলাদেশ হারলেই সৃষ্টি হবে নতুন রেকর্ড । মুশফিক পৌঁছে যাবেন সর্বোচ্চ হারের রেকর্ডের চুড়ায় । একইসঙ্গে এশিয়া কাপের বাকি দুই ম্যাচে বাংলাদেশ যদি হারে তাহলে যৌথভাবে মুশি জায়গা করে নেবেন এই তালিকার দুইয়ে থাকা সাবেক লঙ্কান দলপতি মাহেলা জয়াবর্ধনের সঙ্গে।
জাতীয় দলের জার্সি গায়ে মুশফিক খেলেছেন ৪৪২ ম্যাচ, সাকিব খেলেছেন ৪২১ ম্যাচ, মাহমুদউল্লাহ ৩৮৯ ম্যাচ, তামিম ৩৮৫ ম্যাচ।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে জয়ের সাক্ষী তিন ফরম্যাটের দলপতি সাকিব আল হাসান। বাংলাদেশের ১৭৪টি জয়ের সাক্ষী তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭৩ ম্যাচে জয় দেখেছেন মুশফিকুর রহিম। এরপর যথাক্রমে অবস্থান করছেন মাহমুদউল্লাহ রিয়াদ (১৫৫), তামিম ইকবাল (১৪৩) ও মাশরাফী বিন মোর্ত্তজা (১১৮)।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের। তিন ফরম্যাট মিলিয়ে দলের মোট ৩৭৭ ম্যাচে জয়ের সঙ্গী তিনি। ৩৩৬ জয় পেয়ে তালিকার দুইয়ে রয়েছেন জয়াবর্ধনে। আর ৩০৭ জয় নিয়ে তিনে টেন্ডুলকার।
আহাস/ক্রী/০০৭