
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
দুর্দান্ত ছন্দে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোকে আটকাতে পারে নি আল আহলি সৌদি ক্লাব । কিন্তু শিরোপা প্রত্যাশী আল নাসরের সমর্থকদের মনে ভয় ঠিকই ধরাতে পেরেছে । যদিও শেষ পর্যন্ত নাটকীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে রোনালদোর দল ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিজেদের মাঠ কেএসইউ স্টেডিয়ামে মাত্র ৪ মিনিটেই আল নাসরকে এগিয়ে দেন রোনালদো । সাদিও মানের বাড়িয়ে দেয়া বল জালে জড়ান আধুনিক ফুটবলের সম্রাট । যদিও গোলটি নিয়ে বিতর্ক আছে । কারণ খেলা শুরুর সাথে সাথে দর্শকরা গ্যালারি থেকে ফ্লেয়ার ছোঁড়ে । যার ধোঁয়া আক্রান্ত করে মাঠকে । রোনালদোর শট ধোঁয়ার জন্য দেখতে পারেন নি আল আহলি কিপার নাওয়াফ আলাকিদি ।
১৭ মিনিটে অ্যান্ডারসন তালিস্কার গোলে ব্যবধান দ্বিগুণ করে আল নাসর ।
৩০ মিনিটেই আল আহলি ক্লাবের আইভরি কোস্ট তারকা ফ্রাংক কেসি গোল করলে জমে ওঠে ম্যাচ । বার্সেলোনা থেকে আল আহলি ক্লাবে নাম লেখানো ফ্রাংক কেসি লীগে দ্বিতীয় গোল করলেন ।
প্রথমার্ধের যোগ করা সময়ে তালিস্কা নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন । চলতি মৌসুমে লীগের ৩ ম্যাচে তৃতীয় গোল করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড । আর সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলের সংখ্যা ১০ ম্যাচে ৬টি ।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় আল আহলি । লক্ষ্যভেদ করেন রিয়াদ মাহরেজ ।
জমে ওঠা ম্যাচে এই ব্যবধান ৪–২ করতে আল নাসরের সময় লাগে মাত্র ২ মিনিট। নিজের দ্বিতীয় গোল করে দলকে সুবিধাজনক জায়গায় নিয়ে যান রোনালদো।
৮৭ মিনিটে ফেরাস আলব্রিকানের গোলে ব্যবধান ৪–৩ করে ম্যাচে রোমাঞ্চ ফিরিয়ে আনে আল আহলি। তবে এরপর আল নাসর আর সুযোগ দেয়নি তাদের। ৪–৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লাবটি।
সৌদি লীগের প্রথম দুই ম্যাচেই হেরেছিল আল নাসর । প্রথম ম্যাচে ইনজুরির কারণে খেলেন নি রোনালদো । দ্বিতীয় ম্যাচে পুরো ফিট ছিলেন না । লীগ শুরুর আগেই রোনালদো প্রথমবারের মত আল নাসরকে এনে দেন আফ্রো-আরব ক্লাব কাপের শিরোপা । যেখানে তিনি ছিলেন সেরা গোলদাতা । ইতোমধ্যে আল নাসর পেয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লীগের চূড়ান্ত পর্বের টিকেট । জয় দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স লীগের মিশন ।
রোনালদো চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ১৫ গোল করেছেন । লীগে ৯ গোল করে রয়েছেন শীর্ষে । আছে চারটি অ্যাসিস্ট । তারকাসমৃদ্ধ সৌদি লীগে ৩৮ বছর বয়সে রোনালদো যেন পেয়েছেন তারুণ্যের ছোঁয়া ।
প্রথম দুই ম্যাচে হারা আল নাসর ছিল পয়েন্টের তলানিতে । কিন্তু টানা পাঁচ জয়ে তাদের ঝুলিতে জমা পড়েছে ১৫ পয়েন্ট । উঠে এসেছে ষষ্ঠ স্থানে । সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ শীর্ষে । ১৭ পয়েন্ট পাওয়া আল হিলাল দ্বিতীয় স্থানে ।
আহাস/ক্রী/০০১