
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
ল্যাটিন আমেরিকার অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকা ফুটসাল প্রতিযোগিতায় ব্রাজিল ইতিহাস গড়েছে । গোলবন্যায় ভাসিয়েছে পেরুকে । সৃষ্টি করেছে প্রতিযোগিতার ইতিহাসে বড় জয়ের নজির ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ‘সুদামেরিকানো সাব-২০’ নামে পরিচিত ফুটসাল প্রতিযোগিতার গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিল ১৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পেরুকে । মাত্র ৪৮ ঘণ্টা আগেই ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে পেরুকে হারাতে গলদঘর্ম হয়েছে নেইমাররা । শেষ মিনিটে মার্কুইনহোসের গোলে কোনমতে এসেছে জয় । কিন্তু ফুটসালে পেরুকে হারাতে কোন বেগ পেতে হয় নি সেলেকাও যুবাদের ।
টানা জয়ে ‘গ্রুপ-বি’ থেকে ব্রাজিল নাম লিখিয়েছে সেমিফাইনালে । ১০ দলের প্রতিযোগিতায় খেলা হচ্ছে দুই গ্রুপে বিভক্ত হয়ে ।
ব্রাজিলের জয়ের দিনে জয় পেয়েছে ফেবারিট আর্জেন্টিনাও। ইকুয়েডরকে ৫-০ গোলে হারিয়েছে তারা। তাতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদেরও।
ইনডোর ফুটবলের আসর ফুটসালের এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল ব্রাজিল। এখন পর্যন্ত সাতবার চ্যাম্পিয়ন হয়েছে সেলসাওরা। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নও তারা।
আহাস/ ক্রী/০০৭