Download WordPress Themes, Happy Birthday Wishes

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার লা পাজ জয়

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বিশ্ব ফুটবল তো বটেই , ল্যাটিন আমেরিকাতেও ফুটবল শক্তি হিসেবে বলিভিয়ার অবস্থান গণ্য করার মত নয় । আর্জেন্টিনার বিপক্ষে বলিভিয়া স্বাভাবিকভাবেই ‘আন্ডার-ডগ’ হিসেবে বিবেচিত হওয়ার কথা । কিন্তু খেলা যখন বলিভিয়ার রাজধানী লা পাজে অনুষ্ঠিত হয় , বদলে যায় সব হিসেব । সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬৫০ মিটার বা ১১৯৭৫ ফুট উচ্চতায় অবস্থিত শহরটি বাইরের মানুষের জন্য রীতিমত টর্চার-সেল । অক্সিজেনের প্রকট অভাবে স্বাভাবিকভাবে চলাফেরাই দায় , সেখানে ফুটবল খেলা তো প্রায় অসম্ভব ব্যাপার । তাই লা পাজ স্টেডিয়ামে অক্সিজেনের অভাবে ভুগতে থাকা অতিথি দলগুলোর মুখ থুবড়ে পড়া স্বাভাবিক ব্যাপার ।

একটা সময় তো বিদেশী দলগুলোর আপত্তিতে লা পাজে নিষিদ্ধ করা হয়েছিল আন্তর্জাতিক ফুটবল । কিন্তু বলিভিয়ার প্রতিবাদের মুখে ফিফা তুলে নেয় নিষেধাজ্ঞা । তাই এখন এখন অতিথি দলগুলো লা পাজে খেলতে যায় বাড়তি অক্সিজেন সিলিন্ডার সাথে নিয়ে । আর্জেন্টিনাও ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে এসে খেলোয়াড়দের হাতে ধরিয়ে দিয়েছিল অক্সিজেন সিলিন্ডার ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে লা পাজে আর্জেন্টিনা মুখোমুখি হয় বলিভিয়ার । এই মাঠেই ২০০৯ সালে লিওনেল মেসিদের আর্জেন্টিনা ১-৬ গোলে উড়ে গিয়েছিল । তাই মাঠে নামার আগে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নদের সামনে শংকা ছিলই । যদিও শেষ পর্যন্ত আলবেসেলেস্তেরা ম্যাচটি জিতে নিয়েছে ৩-০ গোলের পরিস্কার ব্যবধানে ।

দলের পক্ষে একটি করে গোল করেছেন এনজো ফার্নান্দেজ, নিকোলস তাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস।

পুরোপুরি সুস্থ না হওয়ায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচের একাদশে জায়গা পাননি লিওনেল মেসি। তাকে ছাড়াই ৪-৩-৩ ফরম্যাশনে দল সাজান কোচ স্ক্যালোনি। পরিকল্পনায় সফল কাতার বিশ্বকাপ জয়ী কোচ। আগের ম্যাচে ইকুয়েডরকে হারানোর পর বলিভিয়ার বিপক্ষেও জয় তুলে নিয়েছেন তিনি।

বলিভিয়ার লা পাজে ৩১ মিনিটে গোলের খাতা খুলে আর্জেন্টিনা। আনহেল ডি মারিয়ার অ্যাসিস্ট থেকে এ সময় গোল করেন এঞ্জো ফার্নান্দেজ। গঞ্জালেসকে মারাত্মকভাবে ফাউল করায় ৩৮ মিনিটে লাল কার্ড দেখেন বলিভিয়ার রবার্তো ফার্নান্দেজ। ফলে ১০ জনের দলে পরিণত হয় তারা।

দশ জনের দলে পরিণত হওয়া বলিভিয়া আরও চাপে পড়ে যায়। তারই সুযোগ নিয়ে বিরতির আগমুহূর্তে লিড ব্যবধান দ্বিগুণ করেন তালিয়াফিকো। ডি মারিয়ার ফ্রি কিক বলটি তিনি হেডে লক্ষ্যভেদ করেন। ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় স্কালোনির শিষ্যরা।

বিরতির পরও বিশ্বচ্যাম্পিয়নরা খেলায় আধিপত্য ধরে রাখে। তবে খেলার গতি ঠিক আগের মতো ছিল না। সমুদ্রপৃষ্ঠ থেকে মাঠের উচ্চতা-ই হয়তো এই প্রভাব ফেলেছে। তবে ৭০ ও ৭২ মিনিটে নেওয়া আলভারেজ ও ডি মারিয়ার দূরপাল্লার শটেও হতে পারত গোল। তবে সেবার জালের দেখা না পেলেও ৮৩ মিনিটে ঠিকই সফরকারী আলবিসেলেস্তে বাহিনী তৃতীয় গোল আদায় করে নেয়। বদলি নামা এজিকিয়েল পালাসিওসের পাস থেকে নিকোলাস গঞ্জালেস সফল লক্ষ্যভেদ করেন।

আহাস/ক্রী/০০২