
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং একমাত্র দল হিসেবে টানা চারবার পেশাদার লীগের শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস । নিজেদের প্রতিষ্ঠা করেছে দেশের সেরা ক্লাব হিসেবে । কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে বসুন্ধরা নিজেদের প্রমাণ করতে পারছে না । এএফসি আয়োজিত টুর্নামেন্টে হোঁচট খাওয়া যেন ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নদের জন্য ।
বাংলাদেশের চ্যাম্পিয়ন হিসেবে বসুন্ধরার সামনে ছিল এএফসি চ্যাম্পিয়ন্স লীগে খেলার সুযোগ । কিন্তু প্লে-অফ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এফসির বিপক্ষে হেরে যাওয়ায় সেই স্বপ্নপূরণ হয় নি । এএফসি চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে যাওয়া বসুন্ধরার ঠাই হয়েছে এএফসি ক্লাব কাপে । সেখানেও শুরুতেই পরাজয়ের ধাক্কা ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে বসুন্ধরা কিংস হেরেছে ৩-১ গোলে । পুরো ম্যাচে ৭৪% বল দখলে রেখেও বসুন্ধরা হেরেছে গোল করতে না পারার ব্যর্থতায় । প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে বাংলাদেশের চ্যাম্পিয়নরা শট নিয়েছে ১৯বার । কিন্তু লাভ কি ! ৯টি শট করা মাজিয়া যে আদায় করে নিয়েছে তিনটি গোল ।
মালদ্বীপের আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ হলেও ফেভারিট ছিল বসুন্ধরাই । কারণ মালদ্বীপের ক্লাবের বিপক্ষে বসুন্ধরার ছিল শতভাগ জয়ের রেকর্ড । ০২০ সালে প্রথমবার এএফসি কাপে খেলতে নেমে টিসি স্পোর্টসকে হারিয়েছিল বাংলাদেশের চ্যাম্পিয়নরা। পরের দুই আসরেও মালদ্বীপ ক্লাব মাজিয়া পাত্তা পায়নি কিংসের সামনে। তাই অ্যাওয়ে ম্যাচ হলেও জয়ের স্বপ্ন দেখেছিলেন বসুন্ধরা কোচ অস্কার ব্রুজেন । কিন্তু হল কই !
মালদ্বীপের মাজিয়ার বিপক্ষে ১৩ মিনিটে ব্রাজিলিয়ান ডরিয়েল্টন গোমেজ ফাঁকা জালে বল পাঠাতে পারেন নি । দুই মিনিট পরেই খেলার ধারার বিরুদ্ধে প্রায় ২৫ গজ দূর থেকে আচমকা দূর পাল্লার শটে গোলকিপার আনিসুর রহমানকে পরাস্ত করেন মাজিয়ার সার্বিয়ান বোহিস্লাভ বালাভানোভিচ ।
দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে হাসান নাজিমের গোলে ব্যবধান দ্বিগুণ করে মাজিয়া । নির্ধারিত সময়ের শেষ মিনিটে বসুন্ধরার কফিনে শেষ পেরেক ঠুকে দেন আলি ফাসির ।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মোহাম্মদ ইব্রাহিম বসুন্ধরার হয়ে একটি গোল শোধ দেন । কিন্তু তাতে সান্ত্বনা ছাড়া কিছু মেলে নি । কিংস আগামী ২ অক্টোবর নিজেদের মাঠ কিংস অ্যারেনায় গ্রুপের অন্য দল ভারতের ওড়িশা এফসির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে।
আহাস/ক্রী/০০১১