Download WordPress Themes, Happy Birthday Wishes

মার্করাম ঝড়ে উড়ে গেছে অস্ট্রেলিয়া

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

৫ ম্যাচ সিরিজের প্রথম দুইটি জেতা অস্ট্রেলিয়া ছিল ফুরফুরে মেজাজে। তবে তৃতীয় ওয়ানডেতে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি মিচেল মার্শের দল। ১১১ রানের জয়ে সিরিজে ফিরেছে স্বাগতিকরা।

আগে ব্যাট করে অ্যাইডেন মার্করামের ৭৪ বলে ১০২ ও কুইন্টন ডি ককের ৭৭ বলে ৮২ রানে ৬ উইকেটে ৩৩৮ রান করে দক্ষিণ আফ্রিকা। ফিফটি হাঁকান অধিনায়ক টেম্বা বাভুমাও।

জবাব দিতে নেমে ডেভিড ওয়ার্নার ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। ২২৭ রানেই অলআউট অস্ট্রেলিয়া। একমাত্র ফিফটি ওয়ার্নারের ব্যাটে (৭৮)। প্রোটিয়াদের হয়ে ৪ উইকেট নেন পেসার গেরাল্ড কোয়েটজে।

উদ্বোধনী জুটিতেই দক্ষিণ আফ্রিকা তোলে ১৪৬ রান। ৭৭ বলে ৮২ রান করে ট্রাভিস হেডের শিকার হন কুইন্টন ডি কক। ৬২ বলে ৫৭ রান করে তানভির সাঙ্ঘার শিকার হন বাভুমা।

১৫০ রানে ২ উইকেট হারানোর পর রেজা হেন্ড্রিকস ও অ্যাইডেন মার্করাম মিলে ৭৬ রান যোগ করেন। ৩৯ রান করে হেন্ড্রিকস আউট হলে ভাঙে জুটি। এরপর হেনরি ক্লাসেন (০), ডেভিড মিলার ব্যর্থ হন (৮)।

তবে মার্ক ইয়ানসেনকে নিয়ে আরও ৬৩ রানে জুটি গড়েন মার্করাম। ৩২ রান করে আউট হন ইয়ানসেন। তবে ৪৯ বলে ফিফটি ছুঁয়ে ৭৪ বলে সেঞ্চুরি তুলে নেন মার্করাম। অর্থাৎ পরের ফিফটি এসেছে মাত্র ২৫ বলে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৯ চার ৪ ছক্কায় ১০২ রান নিয়ে।

৬ উইকেটে প্রোটিয়াদের ৩৩৮ রানের পুজির দিনে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২ উইকেট ট্রেভিস হেডের।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালোই করে অস্ট্রেলিয়া। ৭৯ রান তুলে ফেলে উদ্বোধনী জুটিতেই। ২৪ বলে ৩৮ রান করে ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন ট্রেভিস হেড।

দ্বিতীয় উইকেট জুটিতেও ভালো কিছুর আভাস দিচ্ছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ২৬ বলে ২৯ রান করে অধিনায়ক মার্শ ফিরে গেলে খেই হারায় অজিরা। ১৯ ওভারের মধ্যে ফিরে যান ওয়ার্নারও।

ফেরার আগে ৫৬ বলে দশটি চার ও তিনটি ছক্কায় ৭৮ রান করেন অজি ওপেনার। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় অজিরা। দলের কোনও ব্যাটার ২০ রানও করতে পারেননি আর।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫০ রান খরচায় ৪ উইকেট নেন জেরাল্ড কোয়েটজে। দুটি করে উইকেট নেন তাব্রাইজ শামসি এবং কেশব মহারাজ।

আহাস/ক্রী/০০৮