Download WordPress Themes, Happy Birthday Wishes

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য খুলে দেয়া হয় নি রোনালদোর হোটেল !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

সম্প্রতি মরক্কোয় আঘাত হেনেছে প্রাণঘাতী ভুমিকম্প । আফ্রিকার দেশটি যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৬.৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজারের বেশি মানুষ। আহত ব্যক্তির সংখ্যাও অনেক। এরই মধ্যে প্রচুর মানুষ বাস্তুহারা হয়েছেন।

ভূমিকম্প দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন বিশ্বব্যাপী নানা শ্রেণি–পেশার মানুষ। মরক্কোয় রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর মালিকানাধীন ‘পেস্তানা সিআর সেভেন মারাক্কেশ’ নামের পাঁচ তারকা হোটেল । শোনা গিয়েছিল , ভূমিকম্পে গৃহহীন মানুষদের আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেয়া হয়েছে রোনালদোর হোটেল । এই খবর প্রকাশ করে স্পেনের মার্কা’সহ বিশ্বের সব প্রথমশ্রেণীর সংবাদ-মাধ্যম । তবে ‘মরক্কো ওয়ার্ল্ড নিউজ’ জানিয়েছে , খবরটি সত্য না । তাদের খবরের সাথে মারাক্কেশ হোটেল কর্তৃপক্ষের বিবৃতিও প্রকাশ করা হয়েছে ।

মরক্কো ওয়ার্ল্ড নিউজ খবর প্রকাশের পর হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং কর্তৃপক্ষ তাদের নিশ্চিত করেছে এরকম কিছুই এখানে হয়নি। হোটেল খুলে না দিলেও রোনালদো সহমর্মিতা জানিয়েছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের। তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন । নিজেও যথাসম্ভব সহায়তার আশ্বাস দিয়েছেন ।

রোনালদো ফুটবলার হিসেবে জগতের সেরা । মানুষ হিসেবেও তিনি অসাধারণ । যিনি সব সময় নিপীড়িত আর দুর্দশাগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসতে দ্বিধাবোধ করেন না । ইসরাইলিদের দ্বারা নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি রয়েছে তাঁর প্রচন্ড সহানুভূতি । ফিলিস্তিনি শিশুদের জন্য নিজের ফাউন্ডেশন থেকে নিয়মিত সহায়তা করেন ।

আহাস/ক্রী/০০৭