
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের সামনে কঠিন চ্যালেঞ্জ । এএফসি নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের টিকেট পাওয়ার লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে গেছে ভিয়েতনামে । প্রায় ‘অসম’ প্রতিযোগিতায় বাংলাদেশ সাহসী সুনাম রক্ষায় ।
চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী দল পেরিয়েছে বাছাই পর্বের প্রথম বাঁধা । ‘সি’ গ্রুপে স্বাগতিক সিঙ্গাপুর আর তুর্কেমেনেস্তানকে উড়িয়ে বাংলাদেশের কিশোরীরা পা রেখেছে দ্বিতীয় রাউন্ডে । তবে দ্বিতীয় রাঊন্ডে বাংলাদেশকে পড়তে হচ্ছে কঠিন পরীক্ষায় । গ্রুপ ‘বি’তে প্রতিপক্ষ ভিয়েতনাম , অস্ট্রেলিয়া আর ফিলিপিন্স ।
ফিফা নারী ফুটবলের ১৬তম স্থানে থাকা অস্ট্রেলিয়া দারুণ শক্তিশালী । আগস্টে নিজ দেশের মাটিতে অনুষ্ঠিত ফিফা নারী বিশ্বকাপের সেমি ফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছে । তাদের বয়সভিত্তিক দল বাছাইপর্বে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে মঙ্গোলিয়াকে । শক্তিশালী চাইনিজ তাইপেকেও হারিয়েছে ৩-০ গোলে ।
ফিফা র্যাংকিং এর ৩৪তম স্থা দখলে রয়েছে ভিয়েতনামের নারীদের । তাদের কিশোরীরা বাছাই রাউন্ডে ফিলিস্তিনি কিশোরীদের ৫ আর উজবেকিস্তানের কিশোরীদের দিয়েছে ৩ গোল । মিয়ানমারের মেয়েরা ফিফা র্যাংকিংয়ের ৫১তম দল । তাদের কাছে বাছাইয়ে ১-০ গোলে হার মেনেছে কির্গিস্তান । কিন্তু হেরে গেছে ভারতের কাছে । তাতে গ্রুপের দ্বিতীয় হয়ে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে পা পড়েছে মিয়ানমারের ।
তুলনায় গ্রুপে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ । ফিফা নারী ফুটবলে অবস্থান ১৪২তম । যদিও বাছাইয়ে বাংলাদেশের মেয়েরা ৬-০ গোলে হারিয়েছে তুর্কেমেনিস্তানকে । আর ৩-০ ব্যবধানের জয় পেয়েছে স্বাগতিক সিঙ্গাপুরের সাথে । তাই কোচ মাহবুবুর রহমান লিটুর তত্ত্বাবধানে অন্তত গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ করতে চায় আসর ।
দ্বিতীয় রাউন্ডে ৮টি দেশ খেলছে দুই গ্রুপে ভাগ হয়ে। ‘এ’ গ্রুপের চার দেশ হচ্ছে-দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইরান ও ভারত।প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে চূড়ান্ত পর্বে। যে পর্বে সরাসরি খেলবে স্বাগতিক ইন্দোনেশিয়া, জাপান, উত্তর কোরিয়া ও চীন। আগামী বছর ৭ থেকে ২০ এপ্রিল ৮ দল নিয়ে চূড়ান্ত পর্বের খেলা হবে ইন্দোনেশিয়ায়।
বাংলাদেশ দলের সুরভি প্রীতি বাছাইয়ের দুই ম্যাচে তিন গোল করেছিলেন । এছাড়া পুজা দাস , রুমা আক্তার আর তৃষ্ণা রাণীরা দলের গুরুত্বপূর্ণ সদস্য । দলের মধ্যে বোঝাপড়াও ভাল । প্রত্যাশামাফিক খেলতে পারলে মিয়ানমারের বিপক্ষে জয় পাওয়া খুব বেশী কঠিন হবার কথা না । এছাড়া বাকী দুই ম্যাচের ফলাফল বাংলাদেশকে পৌঁছে দিতে পারে চূড়ান্তপর্বে ।
বাংলাদেশের মেয়েরা ২০ সেপ্টেম্বর প্রথম ম্যাচেই মুখোমুখি হবে স্বাগতিক ভিয়েতনামের । দ্বিতীয় ম্যাচ ২২ সেপ্টেম্বর ফিলিপাইনের সঙ্গে। ২৪ সেপ্টেম্বর শেষ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
আহাস/ক্রী/০০৬