
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
শেষ হয়েছে বাংলাদেশের এসিসি এশিয়া কাপ । ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে পড়া বাংলাদেশ ভারতের বিপক্ষে পেয়েছে সান্ত্বনার জয় । তাতে আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়বে বলে করছেন ক্রিকেট অনুরাগীরা ।
বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে অন্যতম শক্তিশালী দল । আইসিসি’র ওয়ানডে সুপারলীগের তৃতীয় স্থান থাকা যার প্রমাণ । বাংলাদেশ ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপেও পেয়েছে সরাসরি খেলার ছাড়পত্র । ২০২৩ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে ৫০ ফরম্যাটে । তাতে বাংলাদেশ দেখেছিল ফাইনালের স্বপ্ন । কিন্তু সেটা পূরণ হয় নি ।
ছয় দলের আসরের গ্রুপ পর্বে বাংলাদেশ শুরুতেই হেরে যায় শ্রীলংকার কাছে । তবে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে গুঁড়িয়ে টাইগাররা পা রাখে সুপার ফোরে । কিন্তু সুপারফোরে ফের ছন্দপতন । টানা দুই ম্যাচে পাকিস্তান আর শ্রীলংকার কাছে হেরে যাওয়া বাংলাদেশ বিদায় নেয় আসর থেকে ।
সুপার ফোর পর্বে বাংলাদেশ আর ভারতের ম্যাচ ছিল শুধুই নিয়মরক্ষার । কারণ ভারত ফাইনাল নিশ্চিত করে ফেলেছে । তাদের সঙ্গী হয়েছে পাকিস্তান আর বাংলাদেশকে হারানো শ্রীলংকা । তাই বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলিকে একাদশের বাইরে রেখে মাঠে নামে ভারত ।
কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভারতকে ৬ রানে হারায় বাংলাদেশ । উত্তেজনার ম্যাচে প্রথমে ব্যাট করা বাংলাদেশ তোলে আট উইকেটে ২৬৫ রান । জবাবে ভারতের ইনিংস থামে ১ বল বাকী থাকতে ২৫৯ রানে ।
৮৫ বলে ৬টি চার আর ৩টি ছক্কায় ৮০ রান করেন সাকিব আল হাসান । বল হাতেও নিয়েছেন ১টি উইকেট । তাতে শুভমান গিলের সেঞ্চুরির পরেও ম্যাচের সেরা সাকিব । কারণ তিনি দলকে জিতিয়েছেন ।
ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে সন্দেহ নেই । অনেকদিন পর কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান নিয়েছে তিনটি উইকেট । তাঞ্জিম হাসান সাকিব পেয়েছেন দুইটি উইকেটের দেখা । এছাড়া মেহেদি হাসান দুটি , মিরাজ আর সাকিব পান ১টি করে উইকেট ।
অ্যালান ডোনাল্ডের ছোঁয়ায় বদলে যাওয়া বাংলাদেশের ফাস্ট বোলিং বদলে গেছে । হাসান মাহমুদ , শরিফুল ইসলাম আর তাসকিন আহমেদরা নিজেদের সেরাটা দিচ্ছেন । তবে হতাশা বাড়ছিল মোস্তাফিজকে নিয়ে । ইনজুরি আর ফর্মহীনতায় যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি । ভারতের বিপক্ষে তাঁর উইকেট স্বস্তির বিষয় ।
এশিয়া কাপ জুড়ে ব্যাটিং সমস্যা ভুগিয়েছে । মেহেদি হাসান মিরাজ সেঞ্চুরি পেয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে । ওপেনিং করতে নেমে তিনি শতকের দেখা পান । কিন্তু পরবর্তী ম্যাচেই কোন রানের দেখা পান নি । ভারতের বিপক্ষে চারে নেমে করেছেন ২৮ বলে ১৩ রান । মিরাজ প্রতিষ্ঠিত ব্যাটসম্যান নন । তাঁকে নিয়ে ‘জুয়া’ খেলা যায় পজিশন বদলে । কিন্তু নির্ভরতা দেয়ার মত ব্যাটসম্যান তিনি হয়ে উঠতে পারেন নি ।
এশিয়া কাপের শুরু থেকে ছিলেন না লিটন দাস । মাঝপথে ছিটকে যান নাজমুল হোসেন শান্ত । তামিম ইকবালের অনুপস্থিতি ভুগিয়েছে । ছিলেন না পেসার ইবাদত হোসেন । মাহমুদুল্লাহ রিয়াদকেও দলে নেয়া হয় নি ।
এশিয়া কাপে অভিষেক হয়েছে ওপেনার তানজিদ হাসানের । দুটি ম্যাচে সুযোগ পেয়েছেন । করেছেন ১৩ রান । অভিষেকে শ্রীলংকার বিপক্ষে কোন রান না করেই আউট হয়েছেন । নাইম শেখ সুযোগ কাজে লাগাতে পারেন নি । তেমনি আনামুল হক বিজয় ওয়ান ডাউনে ভারতের বিপক্ষে সুযোগ পেয়েছে করেছেন ৪ রান । বিশ্বকাপের স্কোয়াড থেকে আনামুল আর নাইম শেখের বিদায় নিশ্চিত ।
তৌহিদ হৃদয় , নাসুম আহমেদের মত তরুণরা ভরসা হয়ে উঠছেন । বিশ্বকাপে তৌহিদ , শান্ত , লিটন , মিরাজদের সেরাটা পেলে বাংলাদেশের প্রত্যাশিত ফলাফল পেতে পারে । ২০২৩ সালে সাকিব আর মুশফিক হয়ত খেলে ফেলবেন ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ । তামিম ইকবালও তাই । এয়াহিয়া কাপে মিডল অর্ডার ব্যাটিং ভুগিয়েছে বাংলাদেশকে । মাহমুদুল্লাহ রিয়াদকে ফেরাবার দাবী উঠেছে । বিশ্বকাপের আগে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে । এই সিরিজে ভাগ্য নির্ধারণ হতে পারে মাহমুদুল্লাহর । তিনিও হয়ত ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে যেতে পারেন ।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই অধিনায়ক সাকিব জয়ের প্রত্যাশা করেছিলেন । বলেছিলেন , ভারতের বিপক্ষে জয় বিশ্বকাপে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে । বাংলাদেশ জয় পেয়েছে । এখন বিশ্বকাপে আত্মবিশ্বাসী বাংলাদেশকে পাওয়া গেলেই মঙ্গল ।
এদিকে , এশিয়া কাপের বিপর্যয়ে বাংলাদেশকে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের আটে ঠেলে দিয়েছিল ফাইনালিস্ট শ্রীলংকা । কিন্তু ভারতকে হারিয়ে বাংলাদেশ পুনরুদ্ধার করেছে সপ্তম স্থান ।
আহাস/ক্রী/০০২