
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে ফাইনালে খেলার আশা শেষ করেছে বাংলাদেশ। তবে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শেষ করতে চান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এশিয়া কাপের শেষ ম্যাচটি থেকে অবশ্য এর বেশি কিছুও প্রত্যাশা করেন না সাকিব।
এশিয়া কাপে প্রত্যাশা হয় নি । কিন্তু অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী সাকিব । এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে বিশ্বকাপের আত্মবিশ্বাস বাড়াতে চান তিনি । জানিয়েছেন , ‘ সবাই সেরাটা দিতে পারলে বৈশ্বিক আসরে বাংলাদেশ ভালো করবে । ‘
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বকাপ ইস্যুতে সাকিব বলেছেন, ‘দেখুন সব দায়িত্ব আমার না। আমি শিউর, সবার আলাদা আলাদা দায়িত্ব আছে। আমি মনে করি, সবাই যার যার দায়িত্ব পালন করবে। সবাই যদি নিজেদের দায়িত্ব পালন করতে পারে তাহলে দল হিসেবে আমরা ভালো করতে পারব। সবাই এখানে চেষ্টা করবে। কেউ খারাপ করতে চাইবে না। আমি আশাবাদী যে আমার টিম বিশ্বকাপে ভালো করবে।’
এশিয়া কাপে ব্যাটিংয়ের হতাশা নিয়ে সাকিব বলেন, ‘ব্যাটিং ভালো করতে পারিনি সেটা তো অবশ্যই হতাশার। যেটা চেয়েছিলাম সেটা হয়নি। হয়তো পরের টুর্নামেন্টে হয়তো পারব।’
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে বাংলাদেশ আর ভারতের ম্যাচ । ইতোমধ্যে ফাইনালে উঠে যাওয়া ভারত রোহিত শর্মা আর বিরাট কোহলিদের মত তারকা খেলোয়াড়দের বিশ্রামে রাখতে পারে । ।
সুপার ফোর প্রথম দুই ম্যাচে যথাক্রমে- পাকিস্তানের কাছে ৭ উইকেট এবং শ্রীলঙ্কার কাছে ২১ রানে হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ। ফলে টুর্নামেন্টের ফাইনালের দৌঁড় থেকে ছিটকে গেছে টাইগার বাহিনী।
আহাস/ক্রী/০০৮