
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
২০১৯ সালে প্রথমবারের মত আইসিসি ওয়ানডে বিশ্বকাপ নিজেদের ঘরে তুলেছে ইংল্যান্ড । রুদ্ধশ্বাস ফাইনালের সুপার ওভার লড়াইয়ের পরেও ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের ফাইনাল ছিল সমতায় । শেষ পর্যন্ত বাউন্ডারির হিসেবে ইংল্যান্ডকে ঘোষণা করা হয় বিশ্বকাপ চ্যাম্পিয়ন । যা ক্রিকেট ইতিহাসের স্মরণীয় ম্যাচ হিসেবে জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায় ।
২০২৩ সালে ভারতের মাটিতে ইংল্যান্ডের লড়াই বিশ্বকাপ মুকুট ধরে রাখার । যদিও উপমহাদেশের মাটিতে কাজটা ভীষণ কঠিন । ইতিহাস বলছে , ১৯৮৭ সালে অস্ট্রেলিয়া ছাড়া উপমহাদেশ থেকে বিশ্বকাপ নিয়ে যেতে পারে নি বাইরের কোন দেশ । বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের পাঁচে থাকা ইংল্যান্ড কি পারবে ? সেটা সময়েই বলে দেবে ।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য বিগত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড কিন্তু সম্ভাব্য সেরা স্কোয়াডটাই ঘোষণা করেছে । ১৩তম বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডের নেতৃত্বে রাখা হয়েছে পরীক্ষিত জস বাটলার ।
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে নেই চোটের কারণে সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়া জেসন রয় । তিনি খেলতে পারবেন না বিশ্বকাপেও । তাঁর বদলী হিসেবে সুযোগ পেয়েছেন আলোচিত ব্যাটার হ্যারি ব্রুক।
চলতি বছর ৬ ওয়ানডে খেলে দুটি সেঞ্চুরি করেন রয়। চোট কাটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরতে পারেন তিনি। তার অবস্থা দেখে স্কোয়াডে আবার আসতে পারে বদল। কারণ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপ দলে ইচ্ছে করলেই বদল আনতে পারবে দলগুলো।
এবার ইংল্যান্ডের বিশ্বকাপ দলের বড় চমক ছিল বেন স্টোকসের অবসর ভেঙে ফেরা। গত বিশ্বকাপ জয়ের নায়ক ফিরেই দেখান নিজের ঝলক। নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ১২৪ বলে ১৮২ রান। প্রত্যাশিতভাবেই তাকে রাখা হয়েছে বিশ্বকাপ দলেও।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।
আহাস/ক্রী/০০১