
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
চলমান এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ । কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন । তবে পুরো নিভে যায় নি আশার দেউটি । এখনও যদি/কিন্তুর সম্ভাবনায় টিকে আছে বাংলাদেশের ফাইনাল স্বপ্ন ।
এশিয়া কাপের সুপার ফোরে দুই ম্যাচে একটি জয় পেয়েছে পাকিস্তান । ভারত আর শ্রীলংকা জিতেছে নিজেদের প্রথম ম্যাচ । বাংলাদেশ দুই ম্যাচ খেলেও কোন পয়েন্টের মুখ দেখেনি । এমনকি , দুই ম্যাচেই বড় হারে রান রেটে পিছিয়ে বাংলাদেশ । টাইগারদের শেষ ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে । এই ম্যাচের আগেই অবশ্য নির্ধারিত হয়ে যাবে বাংলাদেশের ভাগ্য । কারণ শ্রীলংকা , পাকিস্তান তাদের ম্যাচ শেষ করে ফেলবে ১৪ সেপ্টেম্বরের মধ্যে ।
চলমান এশিয়া কাপের ফাইনাল খেলতে হলে ভারতকে হারানোর কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে, রোহিত শর্মাদের শুধু হারালেই হবে না, তাকিয়ে থাকতে বাকি তিন দলের দিকেও। হিসেব বলছে , শ্রীলংকাকে হারাতে হবে ভারত-পাকিস্তান দুই দলকেই। তখন শেষ ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে জিতলে ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হবে। ওই সময় বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের সমান একটি করে জয় থাকবে। এর পর দেখা হবে নেট রানরেট। তবে বৃষ্টির কারণে কোন ম্যাচ ভেস্তে গেলে শেষ হয়ে যাবে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা।
সোমবার রিজার্ভ ডে-তে সম্পন্ন হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ। আগের দেখায় তাদের গ্রুপপর্বের ম্যাচটি জিতে নেয় বৃষ্টি। সেই সম্ভাবনা এই ম্যাচেও ছিল। তবে টুর্নামেন্টের মাঝপথে এসিসির ‘ইতিহাসগড়া’ সিদ্ধান্তে রিজার্ভ ডে পায় দুদল। এর পর দুই দলের মধ্যকার লড়াইয়ে সবচেয়ে বড় ব্যবধানে (২২৮ রানে) পাকিস্তানকে হারায় ভারত।
এই ম্যাচের পর একটি ম্যাচ খেলা ভারত ও শ্রীলংকা যথাক্রমে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। বড় জয় নিয়ে নেট রানরেটও অনেক বেশি ভারতের। একইভাবে রানরেটে বেশ অবনতি ঘটেছে বাবরদের। তবে কোনো জয় না পাওয়া বাংলাদেশের রানরেট -০.৭৪৯। ম্যাচ জয়ের মাধ্যমে যা টপকানোর পাশাপাশি অভাবনীয় কিছুর অপেক্ষায় থাকতে হবে টাইগারদের!
আহাস/ক্রী/০০৬