
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফা’র কার্যক্রম ক্রমশ হাস্যকর হয়ে উঠছে । মাত্র আটমাসের মাসের ব্যবধানে ফিফা প্রদান করতে চলেছে বর্ষসেরা এ্যাওয়ার্ড । ফিফা-পুত্র লিওনেল মেসিকেও রাখা হয়েছে বর্ষসেরার তালিকায় । অথচ তিনি খেলছেন ‘ওপটা স্পোর্টস’ ডাটা বিশেষজ্ঞদের বিচারে বিচারে বিশ্বের ২৯তম র্যাংকিংয়ে থাকা লীগে ! কিন্তু ফিফা’র বিশেষ সহানুভূতিতে মেসি জায়গা করে নিয়েছেন ফিফা বর্ষসেরার হালনাগাদ তালিকায় ।
একটা সময় ফ্রান্স সাময়িকীর ব্যালন ডি অর’ এর সাথে একত্রীভূতভাবে দেয়া হত ফিফা বেস্ট এ্যাওয়ার্ড । ২০১৬ সাল থেকে ফিফা আলাদাভাবে দিচ্ছে ফুটবলের বিভিন্ন বিভাগে বর্ষসেরা পুরস্কার । ২০২২ সালে ফিফা’র বর্ষসেরা পুরস্কার দেয়া হয় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে । কাতার বিশ্বকাপের কারণে বিবেচনায় আনা হয় ২০২১ সালের আগস্ট থেকে ১৮ ডিসেম্বর’২০২২ সাল পর্যন্ত পারফর্মেন্স । যদিও পুরস্কার প্রদানের ক্ষেত্রে কাতার বিশ্বকাপের পারফর্মেন্সকেই মুলভিত্তি হিসেবে ধরা হয়েছে । যে কারণে দেড় বছরে মাঠে লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে কিংবা আর্লিং হাল্যান্ডদের চেয়ে পিছিয়ে থাকা মেসি বাজীমাৎ করেন ফিফা এ্যাওয়ার্ডে ।
২০২৩ সালেই ফিফা আয়োজন করতে চলেছে আরো একটি বর্ষসেরা এ্যাওয়ার্ডের । এবার বিবেচনায় আসছে গত বছরের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত খেলোয়াড়দের পারফর্মেন্স ! অর্থাৎ মাত্র আটমাসের হিসেব ! মজার ব্যাপার হচ্ছে , বিশ্ব র্যাংকিংয়ে ইটালি , বেলজিয়াম , জার্মানি , ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের চেয়ে পিছিয়ে থাকা মার্কিন ঘরোয়া ফুটবল আসর ধরা হয়েছে ফিফা বর্ষসেরার তালিকায় । এমনকি ইসরায়েলের ঘরোয়া লীগও মার্কিন লীগের চেয়ে এগিয়ে ।
অতীতে কখনও ফিফা বর্ষসেরায় বিশ্বের সেরা ১০টি লীগের বাইরে থাকা কোন খেলোয়াড় অন্তর্ভুক্ত করা হয় নি । কিন্তু এবার হয়েছে । সেটাও আমেরিকান লীগ কাপের হিসেব । ততদিনে মেসি ১০ গোল করে ইন্টার মিয়ামিকে জিতিয়েছেন আমেরিকান লীগ কাপ । পেয়েছেন আসরের সেরা খেলোয়াড় আর সেরা গোলদাতার পুরস্কার । যা ফিফা’র বিবেচনায় বিশাল কীর্তি !
মেসির জন্য বরাবর উদার ফিফা । কাতার বিশ্বকাপে অনৈতিক পন্থায় মেসিদের বিশ্বকাপ জিতিয়ে প্রমাণ করেছে ফিফা । ২০২১ সালে মেসিকে শুধুমাত্র কোপা আমেরিকা জয়ের জন্য দিয়ে দেয়া হয়েছে বিশ্বসেরার খেতাব । অথচ পুরো বছর জুড়ে মেসি ছিলেন নিজের ছায়া হয়ে । ২০২৩ সালে দ্বিতীয়বারের মত বর্ষসেরা এ্যাওয়ার্ডের আয়োজনে মেজর লীগ সকারে খেলা মেসিকে রেখে নিজেদের পক্ষপাতিত্ব স্পষ্ট করেছে ফিফা । এমনকি , শুধু লীগ কাপের মত আয়োজনকে তারা দেখেছে বড় করে ।
লক্ষণীয় বিষয় হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো , করিম বেঞ্জেমা , নেইমার জুনিয়রদের মত বিশ্বতারকাদের নিয়ে সৌদি আরবের পেশাদার লীগ এখন জমজমাট । তারা র্যাংকিংয়ে এগিয়ে মেজর লীগের চেয়ে । এছাড়া চলতি মৌসুমের শুরুতেই অনুষ্ঠিত হয়েছে , আফ্রো-আরব ক্লাব চ্যাম্পিয়ন্স ক্লাব । যেখানে বেঞ্জেমা , রোনালদো , সাদিও মানেরা খেলেছেন । কিন্তু দুই মহাদেশের মুসলিম দেশের সেরা ক্লাবের আয়োজন ফিফা’র নজরে আসেনি ।
মেসি ২০২৩ সালে পিএসজি আর ইন্টার মিয়ামি মিলিয়ে ৩৩ ম্যাচে করেছেন ২০ গোল ১১ এসিস্ট । সেখানে আল নাসরের হয়ে রোনালদোর গোলের সংখ্যা ৩০ ম্যাচে ২৬টি আর এসিস্ট ৭টি । জাতীয় দলের জার্সিতে ৫ ম্যাচে ৫ গোল রোনালদোর আর মেসির ৬টি । দুর্দান্ত পারফর্মেন্সের পরেও রোনালদোকে রাখা হয় নি বর্ষসেরা তালিকায় । কিন্তু পিছিয়ে থাকা মেসি আছেন । নতুন পঞ্জিকায় মেসির পক্ষে বিশ্বকাপের দোহাই দেয়ারও সুযোগ নেই !
সত্যি কথা হচ্ছে , প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর শাসনকালে ফিফা হয়ে হয়ে উঠেছে মেসির গডফাদার প্রতিষ্ঠানে । ফিফা’র ছত্রছায়ায় মেসিকে জেতানো হচ্ছে বিশ্বকাপ । আবার আমেরিকার ফুটবলে মেসির পারফর্মেন্স বিবেচিত হচ্ছে বিশ্বসেরাদের সাথে । যার সর্বশেষ প্রমাণ ফিফার ২০২৩ সালের বর্ষসেরা মনোনয়ন তালিকা ।
মেসি ছাড়া ফিফা বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে আর আর্লিং হাল্যান্ড । হাল্যান্ড চলতি বছর জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ , উয়েফা সুপার কাপ আর বিশ্বের এক নাম্বার ঘরোয়া আসর ইংলিশ প্রিমিয়ার লীগ । প্রতিটা আসরেই তিনি ছিলেন সেরা গোলদাতা । প্রিমিয়ার লীগের সেরা খেলোয়াড় । আর চ্যাম্পিয়ন্স লীগ তো বিশ্বের সেরা ক্লাব টুর্নামেন্ট । সেই চ্যাম্পিয়ন্স লীগের সাথে দাঁড় করিয়ে দেয়া হয়েছে মার্কিন লীগ কাপকে । যা শুধু হাস্যকর না , আপত্তিকর বটে ।
শুধু তাই নয়, ১২ জনের সংক্ষিপ্ত এই তালিকায় নাম নেই ব্রাজিলের কোনো ফুটবলারেরও। এমনকি রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোরও জায়গা হয়নি মনোনীতদের তালিকায়।
ফিফা দ্য বেস্টের প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা: হুলিয়ান আলভারেজ, মার্সেলো ব্রজোভিচ, কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোগান, আর্লিং হালান্ড, রদ্রি, খোভিচা কোয়ারাৎসখেলিয়া, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, ভিক্টর ওসিমেন, ডেকলান রাইস, বের্নার্দো সিলভা।
আহাস/ক্রী/০০৭