Download WordPress Themes, Happy Birthday Wishes

ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তান একাদশে পাঁচটি পরিবর্তন

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

সুপার ফোরে টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত । দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তান আর শ্রীলংকা । বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল । বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ ।

সুপার ফোর পর্বে পাকিস্তান আর শ্রীলংকা হারিয়েছে বাংলাদেশকে । হেরেছে ভারতের কাছে । দুই দলই দাঁড়িয়ে আছে প্রায় একই সমান্তরালে । তাই পরস্পরের বিপক্ষে লড়াইয়ে জয়ের কোন বিকল্প নেই কারো সামনে । সহজ সমীকরণ , পাকিস্তান আর শ্রীলংকার ম্যাচে যে জিতবে সেই দলই ১৭ তারিখের ফাইনালে ভারতের মুখোমুখি হবে ।

কিন্তু যদি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে ? কলোম্বোর আবহাওয়া পরিস্থিতিতে খুবই সম্ভব । ইতোমধ্যে এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত আর পাকিস্তানের ম্যাচ পরিত্যক্ত হয়েছে । সুপার ফোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে । একাধিক ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি । তাই শ্রীলংকা আর পাকিস্তানে কার্যত সেমি ফাইনালে পরিনত হওয়া ম্যাচে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না । তেমন হলে পাকিস্তানের কপাল পুড়বে । কোন কারণে ফলাফল ছাড়া ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে যাবে শ্রীলংকা । কারণ রান রেটে এগিয়ে তারাই ।

শ্রীলংকার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান দল আছে বেকায়দায় । ইতোমধ্যেই ইনজুরি নিয়ে ছিটকে গেছেন দলের সেরা বোলার নাসিম শাহ আফ্রিদি । একই কারণে খেলা হচ্ছে না হ্যারিস রউফের ।ভারতের বিপক্ষে খেলা দল থেকে আরও তিনটি পরিবর্তন আছে। ওপেনার ফখর জামান বাদ পড়েছেন। এ ম্যাচে নেই সালমান আগা ও ফাহিম আশরাফও।

সব মিলিয়ে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের একাদশে আসছে পাঁচটি পরিবর্তন । নাসিম আর রউফের চোটে কপাল খুলেছে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও জামান খানের। সদ্যই তারা যোগ দিয়েছেন স্কোয়াডের সাথে । তাছাড়া একাদশে ফিরেছেন মোহাম্মদ হারিস, সউদ শাকিল ও মোহাম্মদ নাওয়াজ।

এশিয়া কাপের শুরুতেই শ্রীলংকা দল থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা , দিলশান মাদুশঙ্কা, দুশমন্থ চামিরা ও লাহিরু কুমারার মতো খেলোয়াড় । তবু লংকানরা ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে আছে । ভারতের বিপক্ষে হারলেও পাঁচ উইকেট আর নিজেদের ইনিংসের সর্বোচ্চ রান করে চমক দেখিয়েছেন দিনুথ ওয়েল্লালাগে । আসরে যৌথ সর্বোচ্চ ৯ উইকেট ২০ বছর বয়সী স্পিনিং অল রাউন্ডারের । এছাড়া মাথিসা পাথিরানা পেয়েছেন ৮ উইকেট । ব্যাট হাতে সাদিরা সামারাবিক্রামা ১৬৭ আর কুশল মেন্ডিস করেছেন ১৬২ রান । তাই শ্রীলংকা দল যে কঠিন পরীক্ষা নেবে পাকিস্তানের , সন্দেহ নেই । আর খেলা শ্রীলংকার মাটিতে , তাই পাকিস্তানের চাপে থাকাই স্বাভাবিক ।

পাকিস্তান একাদশ- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ হারিস, ইমাম-উল-হক, সউদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও জামান খান।

শ্রীলংকা একাদশ- পাথুম নিশাংকা , দিমুথ করুনারত্নে , কুশল মেন্ডিস ম সাদিরা সামারাবিক্রামা , চারিথ আশালাংকা , ধনঞ্জয়া ডি সিলভা , দাশুন নিশাংকা (অধিনায়ক) , দিনুথ ওয়েল্লালাগে , মাহেশ থাক্সেনা , কাশুন রাজিথা , মাথিসা পাথিরানা

আহাস/ক্রী/০০২