Download WordPress Themes, Happy Birthday Wishes

নেদারল্যান্ডের বিশ্বকাপ দলে বড় চমক

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ । যেখানে সরাসরি খেলার সুযোগ পেয়েছে আটটি দেশ । বাকী দুইটি দেশকে পেরিয়ে আসতে হয়েছে বাছাই পর্ব । নেদারল্যান্ড বাছাই পর্বে দুর্দান্ত পারফর্মেন্স করে পেয়েছে বিশ্বকাপের টিকেট । দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে ডাচদের বিশ্বকাপ খেলা দারুণ চমকপ্রদ ।

নেদারল্যান্ড ২০১১ সালের পর আসছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্তপর্বে । তাদের চারবার একদিনের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে । কখনও পেরুতে পারে নি গ্রুপ পর্বের বাঁধা । আইসিসির সহযোগী সদস্য হিসেবে নেদারল্যান্ড রয়েছে র‍্যাংকিং এর ১৪তম স্থানে ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নেদারল্যান্ডের ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয় । জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত বাছাইপর্বে ছিলেন না অভিজ্ঞ দুই তারকা রোলফ ফন ডার মারউই ও কলিন আকারম্যান। কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে তাদের ।

বিশ্বকাপে নেদারল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। বিশ্বকাপের দলে চমক হয়ে এসেছে ব্যাটসম্যান সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটের নাম। আগামী সপ্তাহে ৩৫ পূর্ণ করতে চলা এঙ্গেলব্রেখটের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম নজর কেড়েছিলেন তিনি। এখন পর্যন্ত ৫৮টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪৫.৫৩ গড়ে ১২৭৫ রান করেছেন এঙ্গেলব্রেখট, সঙ্গে খেলেছেন ৫৪টি প্রথম শ্রেণি ও ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ। তবে ২০১৬ সালের পর কোনো স্বীকৃত ম্যাচ খেলেননি তিনি।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ডাচরা।আগামী ৩০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ও ৩ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর আগামী ৬ অক্টোবর হায়দরাবাদে বাবর আজমের পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড : স্কট এডওয়ার্ড (অধিনায়ক/উইকেটকিপার), ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানারু, পল ভ্যান মিক্রিন, কলিন আকারম্যান, রোলফ ফন ডার মারউই, লোগান ফন ভিক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শারিজ আহমদ, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেচট।

আহাস/ক্রী/০০৫