Download WordPress Themes, Happy Birthday Wishes

নেইমারের অভিষেক ম্যাচে আল হিলালের বিশাল জয়

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আগস্টের ১৫ তারিখে নেইমার জুনিয়র আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন সৌদি আরবের ক্লাব আল হিলালে । কিন্তু মাস পেরিয়ে গেলেও ‘ফিটনেস’ ইস্যুতে মাঠে নামা হয় নি । সম্প্রতি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছেন নেইমার । তাতে বোঝা গেছে , যে কোন মুহূর্তে আল হিলালের হয়েও অভিষেক হয়ে যাবে ব্রাজিলের সুপারস্টারের । সেটাই হয়েছে , সৌদি পেশাদার লীগে আল রিয়াদের বিপক্ষে মাঠে নামলেন তিনি ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) প্রিন্স ফয়সাল বিন ফাহদ স্টেডিয়ামে আল হিলাল ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে আল রিয়াদকে । খেলার দ্বিতীয়ার্ধে মাঠে নামেন নেইমার । মাঠে বিচরণ করেছে প্রায় মিনিট ত্রিশেক । নিজে গোল পান নি । কিন্তু করিয়েছেন সতীর্থকে দিয়ে ।

খেলার ৩০ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন অ্যালেক্সান্ডার মিত্রোভিচ । ব্রাজিলিয়ান মিখায়েলকে বক্সের মধ্যে রিয়াদের ডিফেন্ডার আল শুইরেখ ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি । তাতেই লীগে নিজের পঞ্চম গোল করেন সার্বিয়ান মিত্রোভিচ ।

প্রথমার্ধের যোগ করা সময়ে সার্গেই মিলাংকোভিচ সেভিচের উচু করে বাড়িয়ে দেয়া বল থেকে গোল করেন ইয়াসির আলসাহারনি ।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ব্রাজিলের মিখায়েলের পরিবর্তনে মাঠে নামেন নেইমার । ছয় মিনিট পরেই ম্যালকমের পাসে নাসের আলদাওসারি দলের হয়ে তৃতীয় গোল করেন ।

ম্যাচের ৮৩ মিনিটে নেইমারের বাড়িয়ে দেয়া বলে গোল করেন ম্যালকম । খেলার ৮৭ মিনিটে পেনাল্টি পায় আল হিলাল । মনে হয়েছিল নেইমার পেনাল্টি নেবেন । কিন্তু সেটা তিনি করেন নি । স্পট কিক থেকে গোল করেন সালেম আল দাওসারি ।

দিন কয়েক আগে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে জোড়া গোল করলেও পেনাল্টি মিস করেন নেইমার । যদিও ছাড়িয়েছেন ব্রাজিলের হয়ে পেলের সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ড । নেইমারের জাতীয় দলে গোলের সংখ্যা ৭৯টি ।

খেলার যোগ করা সময়ে যোগ হয় দুটি গোল । আল হিলালের দাওসারি ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন । তাতে ৬-০ গোলের লিড নেয় আল হিলাল । তবে ম্যাচের একেবারের শেষ মুহূর্তে একটি গোল পরিশোধ করে আল রিয়াদ। শেষ পর্যন্ত নেইমারের অভিষেক ম্যাচে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আল হিলাল।

আহাস/ক্রী/০০১