
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
বাংলাদেশের সেরা আর্চার রোমান সানা । ২০১৯ সালে প্রথম বাংলাদেশী আর্চার হিসেবে হল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব আর্চারি প্রতিযোগিতায় পদক জেতেন । পেয়ে যান অলিম্পিকে অংশ নেয়ার টিকেট । পুরুষ এককের রিকার্ভে ব্রোঞ্জ দখল করেন তিনি । ২০১৯ সালের এশিয়া কাপ র্যাঙ্কিং টুর্নামেন্টে স্বর্ণপদক পেয়েছিলেন ।
রোমান আর্চার পুরুষ আর্চারিতে দেশের সেরা । নিয়মিত সাফল্য জাতীয় প্রতিযোগিতায় । ২০২১ সালে বিশ্বকাপ আর্চারির দলগত ইভেন্টে দিয়া সিদ্দিকিকে নিয়ে খেলেন ফাইনালে । যা ছিল বাংলাদেশের জন্য বিশাল সাফল্য । কিন্তু রোমান সানাই সতীর্থ এক আর্চারের সঙ্গে অসদাচরণের কারণে গত নভেম্বরে দুই বছরের জন্য নিষিদ্ধ হন । শর্তসাপেক্ষে ৭ মার্চ বাংলাদেশ আর্চারি ফেডারেশন তুলে নিয়েছিল নিষেধাজ্ঞা । কিন্তু আন্তর্জাতিক আর্চারি সংস্থা পর্যন্ত পৌঁছে যায় সানার অপ্রীতিকর ঘটনা । তাঁকে দেয়া হয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা । যে কারণে আন্তর্জাতিক তো বটেই , জাতীয় প্রতিযোগিতাতেও অংশ নিতে পারেন নি দেশের সেরা আর্চার ।
সানার নিষেধাজ্ঞায় সংকটে পড়েছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশন । সামনে এশিয়ান গেমস । এক সময় শ্যুটিং প্রতিযোগিতায় বাংলাদেশ এশিয়ান স্তরে পদক জয়ের স্বপ্ন দেখত । বর্তমানে সেই জায়গা নিয়েছে আর্চারি । কিন্তু সানা না খেলতে পারলে এশিয়ান গেমসে প্রত্যাশিত সাফল্য পাওয়া সম্ভব না ।
২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ১৯তম এশিয়ান গেমস । সুখবর হচ্ছে , চীনের হ্যাংঝাউতে অনুষ্ঠিতব্য এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞে খেলতে পারবেন সানা । আন্তর্জাতিক আর্চারি ফেডারেশন তুলে নিয়েছে তাঁর নিষেধাজ্ঞা । তবে আন্তর্জাতিক আর্চারি ফেডারেশন বিষয়টা নিয়ে সংবাদমাধ্যমে কোনো মন্তব্য না করতে বলেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে। তাই রোমানের নিষেধাজ্ঞা মুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেয়নি আর্চারি ফেডারেশন।
এশিয়াডে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন এ কে সরকার জানিয়েছেন , ‘ ‘রোমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। সে এশিয়াডে অংশ নেবে। তার অ্যাক্রেডিটেশন কার্ডসহ সবকিছুই ঠিকঠাক মতো হয়েছে।’
আহাস/ক্রী/০০৪