Download WordPress Themes, Happy Birthday Wishes

নিউজিল্যান্ড সিরিজে ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ-সৌম্য

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

শেষ হয়েছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন । যদিও এশিয়া কাপ থেকে ফিরে বিশ্রামের সুযোগ নেই । কারণে সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ । অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ঝালাই করে নেয়ার শেষ সুযোগ পাওয়া যাচ্ছে কিউইদের বিপক্ষে সিরিজে ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘বিসিবি’ । দল ঘোষণা করা হয়েছে প্রথম দুই ম্যাচের জন্য । ১৫ সদস্যের স্কোয়াডে ফিরেছেন তামিম ইকবাল আর মাহমুদুল্লাহ রিয়াদ । তামিম ইনজুরির কারণে ছিলেন না এশিয়া কাপে । আর মাহমুদুল্লাহকে বাদ দেয়া হয়েছিল এশিয়া কাপ থেকে ।

প্রথমবারের মতো ওয়ানডেতে অভিষেকের সুযোগ পেয়েছেন তিন ক্রিকেটার। তারা হচ্ছেন—জাকির হাসান, খালেদ আহমেদ ও রিশাদ হাসান। অবশ্য তিনজনেরই আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। উইকেটরক্ষক ব্যাটার জাকির ও পেসার খালেদের ক্যারিয়ার শুরু হয়েছে টেস্ট ক্রিকেট দিয়ে। অন্যদিকে টি–টোয়েন্টি দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছে লেগ স্পিনার রিশাদের।

এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের কারণে নিউজিল্যান্ড সিরিজে জায়গা হয়নি ওপেনার নাইম শেখ, মিডলঅর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন ও শামীম হোসেনের।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। নিয়মিত অধিনায়কের সঙ্গে এশিয়া কাপে খেলা মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে। সাকিব না থাকায় দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে মিরপুরে। প্রথম ম্যাচ হবে আগামী ২১ সেপ্টেম্বর। বাকি দুটি ম্যাচ হবে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। এই সিরিজ শেষেই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নুরুল হাসান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ।

আহাস/ক্রী/০১০