
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
একটা সময় বাংলাদেশের ক্রিকেটে নাসির হোসেন ছিলেন উজ্জ্বল তারকা । আন্তর্জাতিক ক্রিকেটে ছড়িয়েছিলেন সৌরভ । কিন্তু শৃঙ্খলার অভাব আর পারফর্মেন্সের নিম্নমুখী গ্রাফ তাঁকে ছিটকে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে । সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে নিজেকে ফিরে পাওয়ার প্রমাণ দিচ্ছিলেন । কেউ কেউ নাসিরকে জাতীয় দলে ফিরিয়ে আনারও দাবী তুলেছিল । কিন্তু সেটা বোধ হয় আর হচ্ছে না । নাসির নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট থেকে ।
নাসিরের বিপক্ষে উঠেছে দুর্নীতির অভিযোগ । অভিযোগ এনেছে খোদ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ‘আইসিসি’ । ২০২১ সালের টি-টেন টুর্নামেন্টে দুর্নীতির চেষ্টা করা হয়েছিল। নাসিরসহ ৮ জনের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসি’র অভিযোগে বলা হয়েছে , আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এ অভিযোগ গঠন করেছে তারা। নাসিরের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। নাসির আইসিসির ধারার ২.৪.৩, ২.৪.৪ এবং ২.৪.৬, এই তিনটি নিয়ম ভেঙেছেন বলে জানায় আইসিসি।
২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্ট । আসন্ন এই আসরকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে রোববার (২৪ সেপ্টেম্বর)। প্লেয়ার্স ড্রাফটে ২০৩ ক্রিকেটারকে সাতটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কিন্তু সেখানে নেই নাসির । আইসিসি’র অভিযোগের ভিত্তিতেই নাসিরকে বাদ দেয়া হয়েছে ড্রাফ্ট থেকে । অথচ ২০২৩ সালের বিপিএলে তিনি ছিলেন ঢাকার অধিনায়ক । ১২ ম্যাচে ৩৬৬ রানের সাথে ১৬ উইকেট নিয়ে ছিলেন আসরের অন্যতম সেরা পারফর্মার ।
শুধু বিপিএল না , বাংলাদেশের কোন ধরণের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন না নাসির । বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন , ‘নাসিরের বিরুদ্ধে আইসিসি দুর্নীতির অভিযোগ এনেছে। কারও বিরুদ্ধে এরকম অভিযোগ এলে যে কোনো টুর্নামেন্টে তার অংশগ্রহণে সীমাবদ্ধতা আসে।’
বিসিবির অবস্থান অনুযায়ী অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত নাসির বাংলাদেশের কোনো ধরনের টুর্নামেন্টেই অংশগ্রহণ করতে পারবেন না। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অধীনে থাকায় বোর্ডেরও কিছু করার নেই।
নাসিরকে নিয়ে বিতর্ক নতুন কিছু না । নারী বিষয়ক নানা কেলেংকারিতে তিনি জড়িয়েছেন । নাসিরের স্ত্রী তামিমা সুলতানা । যার প্রথম স্বামী রাকিব হাসান মামলা করেছেন । মামলায় অভিযোগ , আইনত বিবাহ-বিচ্ছেদ ছাড়াই তামিমাকে বিয়ে করেছেন নাসির । ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার সঙ্গে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক ব্যাপক আলোচনায় এসেছিল । নাসিরের সাথে নারীদের সখ্যতা নিয়ে বিরক্ত প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন । কিন্তু নাসির নিজেকে শোধরাতে চেষ্টা করেন নি ।
সর্বশেষ নাসির আইসিসির খপ্পরে । আইসিসি যদিও নাসিরের বিরুদ্ধে কোন শাস্তি প্রদান করে নি । কিন্তু বিসিবি শুনিয়ে দিয়েছে রায় । তাতে ক্যারিয়ার শংসয়ে পড়েছেন নাসির । ভবিষ্যতে জাতীয় দল দূরে থাক , ঘরোয়া ক্রিকেট নিয়েও চিন্তায় পড়তে হচ্ছে নাসিরকে । দেশের হয়ে নাসির ১৯ টেস্ট , ৬৫ ওয়ানডে আর ৩১ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন । ২০১৮ সালে মিরপুরে ত্রিদেশিয় সিরিজে সর্বশেষ মাঠে নেমেছিলেন বাংলাদেশের জার্সিতে । শ্রীলংকার বিপক্ষে ৩ রানে আউট হওয়া নাসিরকে পরবর্তীতে দেখা যায় নি আন্তর্জাতিক ক্রিকেটে ।
আহাস/ক্রী/০০৫