
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্ব খেলতে হয়েছে শ্রীলংকা আর ওয়েস্ট ইন্ডিজকে । শ্রীলংকা বাছাইপর্বের বাঁধা পেরুতে পেরেছে । কিন্তু আটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ । প্রথমবারের মত দুইবারের চ্যাম্পিয়নদের ছাড়া অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ । অথচ আফগানিস্তান পেয়েছে সরাসরি বিশ্বকাপে খেলার টিকেট । যা রাশিদ খানদের জন্য দারুণ কৃতিত্বের ।
১০টি দেশ নিয়ে ১৩তম বিশ্বকাপে আফগানিস্তান যাচ্ছে শক্তিশালী স্কোয়াড নিয়ে । বুধবার (১৩ সেপ্টেম্বর) ঘোষণা করা হয়েছে আফগানিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড । আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ঘোষিত স্কোয়াডে বড় চমক নাভিন উল হক । ২০২১ সালের জানুয়ারির পর বিশ্বকাপের মত বড় মঞ্চে খেলার জন্য ডাক পেয়েছেন আফগান ফাস্ট বোলার । অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই পাকিস্তান সিরিজ ও এশিয়া কাপ মিস করার পর দলে ফিরেছেন।
আফগানিস্তানের বিশ্বকাপ দলে জায়গা হয়নি গুলবাদিন নাইবের। তাকে রিজার্ভ ক্রিকেটারদের তালিকায় রাখা হয়েছে। তার সঙ্গে রিজার্ভে আরও আছেন শারাফুদিন আশরাফ এবং ফরিদ আহমেদ মালিক। তাছাড়া এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন করিম জানাত ও মোহাম্মদ সালিম।
আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, রিয়াজ হাসান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, আজমউল্লাহ ওমরজাই, রশিদ খান, আব্দুল রহমান, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি ও নাভিন উল হক।
রিজার্ভস: গুলবাদিন নাঈব, শারাফউদ্দিন আশরাফ ও ফরিদ আহমেদ।
আহাস/ক্রী/০০৭