Download WordPress Themes, Happy Birthday Wishes

দারুণ কামব্যাকে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে গেছে রিয়াল মাদ্রিদ । মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে শীর্ষস্থান থেকে সরিয়ে দিয়েছে লা ব্লাংকোসরা ।

রবিবার (১৭ সেপ্টেম্বর) রিয়াল মাদ্রিদ স্যান্তিয়াগো বার্নাম্যুতে আতিথ্য দেয় রিয়েল সোসিদাদকে । ম্যাচটি কষ্ট হলেও ২-১ ব্যবধানে জিতেছে কার্লো আঞ্চেলত্তির শিষ্যরা । তাতে নতুন মৌসুমে স্পেনের একমাত্র দল হিসেবে প্রথম পাঁচ ম্যাচেই জয় পেয়েছে রিয়াল ।

যদিও ম্যাচের শুরুটা ছিল সোসিদাদের পক্ষে । ম্যাচের পাঁচ মিনিটেই এগিয়ে যায় অতিথিরা । বক্সের ভেতর অনেকটা ফাঁকা জায়গায় বল পান সোসিয়েদাদের আন্দ্রে বারেনেটেক্সা। তার শট পরপর দুবার ঠেকিয়ে দেন কেপা আরিজাবালাগা। তবে শেষ রক্ষা হয়নি। তৃতীয় শটে এগিয়ে যায় সোসিয়েদাদ।

গোল হজমের পর অনেক চেষ্টা করেও প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ । তবে বিরতি থেকে ফিরে গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি স্বাগতিক দলকে । ১৫ মিনিটের মধ্যে আদায় করে নেয় দুই গোল। প্রথমে ফ্রান গার্সিয়ার পাস থেকে বক্সের একটু বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান উরুগুইয়ান তারকা ফেদে ভালভার্দে।

এরপর ৬০ মিনিটে হোসেলুর গোলেও অ্যাসিস্ট করেন গার্সিয়া। এবার বাঁ প্রান্ত দিয়ে তার বাড়ানো ক্রসেই হেডে লক্ষ্যভেদ করেন অরক্ষিত হোসেলু। এই দুই গোলই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে রিয়াল।

শেষ পর্যন্ত জিতলেও দুশ্চিন্তা ভর করেছে আঞ্চেলত্তির মনে। এ নিয়ে ৫ ম্যাচের ৩টিতে শুরুতে পিছিয়ে পড়ে জিতল, যা মোটেই স্বস্তি দিচ্ছে না রিয়াল কোচকে, ‘আমরা ৫ ম্যাচের তিনটিতে আগে গোল খেয়েছি। ঘুরে দাঁড়িয়ে জিতেছি ঠিকই কিন্তু আমাদের এটা ঠিক করতে হবে। শুরুতে গোল খেয়ে গেলে কাজটা কঠিন হয়ে পড়ে।’

৫ ম্যাচ শেষে অপরাজিত থেকে রিয়ালের পয়েন্ট এখন ১৫। সমান ম্যাচ খেলে দুই নম্বরে নেমে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ১৩।

আহাস/ক্রী/০০৭