Download WordPress Themes, Happy Birthday Wishes

জাম্পার সেঞ্চুরিতে লজ্জার বিশ্বরেকর্ড

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ব্যাট হাতে সেঞ্চুরি করা যে কোন ক্রিকেটারের জন্য মাইলফলক । কিন্তু সেই সেঞ্চুরি যদি আসে কোন বোলারের রান দেয়ার হিসেবে , সেটা নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন খোদ সেঞ্চুরিয়ান নিজেই । দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা বল হাতে সেঞ্চুরির হতাশায় পুড়েছেন ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সেঞ্চুরিয়নে অস্ট্রেলিয়াকে ১৬৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা । স্বাগতিকদের ৫ উইকেট তোলা ৪১৬ রানের পাহাড় সমান ইনিংসের জবাবে অজিরা ৯১ বল বাকী থাকতেই গুটিয়ে গেছে ২৫২ রানে ।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে অনবদ্য ১৭৪ রান করেছেন হেনরিচ ক্লাসেন । সেটাও মাত্র ৮৩ বলে । মেরেছেন সমান ১৩টি চার-ছক্কা । ‘কিলার’ ডেভিড মিলারের ব্যাট থেকে আসে অপরাজিত ৮২ রান । মাত্র ৪৫ বলের ইনিংসে মিলার মেরেছেন ৬টি চার আর ৫টি ছক্কা ।

ক্লাসেন আর মিলার পঞ্চম উইকেটে তোলেন ৯৪ বলে ২২২ রান। বোঝাই যাচ্ছে , অস্ট্রেলিয়ার বোলারদের উপর দিয়ে কি ঝড় গেছে ! দুর্দান্ত পার্টনারশিপে ক্লাসেন আর মিলার গড়েছেন কয়েকটি রেকর্ড । এটা ওয়ানডেতে দ্রুততম ২০০ রানের জুটি।

ক্লাসেনের ১৭৪ রান ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এছাড়া ছয় নম্বরে নেমে দ্বিতীয় সর্বোচ্চ । কপিল দেব ১৯৮৩ সালের বিশ্বকাপ জিম্বাবুয়ের বিপক্ষে ছয়ে নেমে করেছিলেন ১৭৫ রান । আর ২৫ ওভার বা এর পরে ব্যাটিংয়ে নেমে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের ইনিংস ক্লাসেনের ।

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সাতবার চারশো রানের বেশী ইনিংস গড়েছে দক্ষিণ আফ্রিকা । ভারতের আছে ৬টি ।

ক্লাসেন আর মিলারের তাণ্ডবের দিনে ১০ ওভারে ১১৩ রান দিয়েছেন জাম্পা । কোন উইকেট পান নি । যা ৫০ ওভারের ক্রিকেটে কোন ক্রিকেটারের সবচেয়ে বেশী রান দেয়ার রেকর্ড । ২০০৬ সালের দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ১১৩ রান দিয়েছিলেন অস্ট্রেলিয়ার মিক লুইস। এছাড়া ২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ১১০ রান দিয়েছিলেন আফগানিস্তানের রশিদ খান । ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভার হাত ঘুরিয়ে ১১০ রান দিয়েছিলেন পাকিস্তানের ওহাব রিয়াজ ।

আহাস/ক্রী/০০৪