Download WordPress Themes, Happy Birthday Wishes

চার বছরের জন্য নিষিদ্ধ পগবা !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

পল পগবা । বিশ্বের অন্যতম সেরা মধ্যমাঠের ফুটবলার । ইতোমধ্যেই ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন । ক্লাব ফুটবলেও পেয়েছেন প্রায় সকল শিরোপা । কিন্তু সাম্প্রতিক সময়টা ভাল যাচ্ছে না একেবারেই । ইনজুরির কারণে মাঠে অনিয়মিত । মাঠে নামলেও ফর্মহীনতায় খুঁজে পাওয়া যাচ্ছে না চিরচেনা পগবাকে । কিন্তু সর্বনাশের চূড়ান্ত হতে বুঝি বাকী ছিল । তাই নিষিদ্ধ ‘টেস্টোরয়েড’ নিয়ে তিনি চার বছরের জন্য নিষেধাজ্ঞার মুখে ।

বর্তমানে ইটালির জায়ান্ট জুভেন্টাসে খেলছেন পগবা । ক্যারিয়ার শুরু করেছিলেন ২০১০-১১ মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে । সেখানে প্রথম দফায় খেলেন দুই মৌসুমে । ২০১২-১৩ থেকে চার মৌসুম জুভেন্টাসে খেলেছেন । পরবর্তীতে ফের ছয় মৌসুম রেড ডেভিলে । গত মৌসুম থেকে পুনরায় ঘাঁটি গেড়েছেন জুভেন্টাসে । ইনজুরির কারণে ২০২২-২৩ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাঠে নামতে পেরেছিলেন মাত্র ১০টি ম্যাচে । চলতি মৌসুমে খেলেছেন ১টি ইটালিয়ান সিরি ‘এ’ ম্যাচ ।

২০ আগস্ট ইটালিয়ান লীগে উসিনেসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে জুভেন্টাস । ৩০ বছর বয়সী পগবা সে ম্যাচে বেঞ্চেই ছিলেন। কিন্তু তাকে অস্বাভাবিক দেখা গিয়েছিল। তাই ম্যাচের পরই ডোপিং টেস্ট করানো হয় পগবার। টেস্টের রেজাল্টে এই মিডফিল্ডারের শরীরে টেস্টোস্টেরন সনাক্ত করা হয়। টেস্টোস্টেরন এমন একটি হরমোন যা একজন ক্রীড়াবিদের সহনশীলতা বাড়িয়ে দেয়।

জুভেন্টাস এক বিবৃতিতে বলেছে, ‘য়্যুভেন্তাস ফুটবল ক্লাব ঘোষণা করছে যে, ১১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে পল পগবা জাতীয় অ্যান্টি-ডোপিং ট্রাইবুন্যাল কর্তৃক ২০ আগস্ট ২০২৩ এর টেস্টের ফলের ভিত্তিতে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন। এই ক্লাব পরবর্তী পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে।’

অ্যান্টি-ডোপিং সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে ফরাসি তারকা পগবা ডোপিং বিরোধী আইন ভঙ্গ করেছেন। নিষিদ্ধ এই দ্রব্যের উপস্থিতির বিষয়টি শতভাগ নিশ্চিত হতে পগবার দেহে আবারও পরীক্ষা করা হবে। যদি সেখানেও ফলাফল পজিটিভ আসে তাহলে কপাল পুড়বে বিশ্বকাপজয়ী এই তারকার। প্রায় ৪ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি।

আহাস/ক্রী/০০৮