
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
চলমা এশিয়া কাপের সুপার ফোর পর্ব থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে । টানা দুই হারে ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য আনুষ্ঠানিকতার । ইতোমধ্যে টানা দুই জয়ে ভারতের ফাইনাল নিশ্চিত । সুপার ফোরে পাকিস্তান আর শ্রীলংকার ম্যাচটি তাই হয়ে দাঁড়িয়েছে ফাইনালে ওঠার লড়াই । ম্যাচে যে জিতবে , সেই দলই পাবে ফাইনালের টিকেট । আবার বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও নেট রান রেটে ফাইনালে খেলবে শ্রীলংকা ।
এশিয়া কাপ নিয়ে সব সমীকরণ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ নির্ভার ! ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে নেই কোন বাড়তি চাপ । নিয়ম রক্ষার ম্যাচের আগে বাংলাদেশ স্কোয়াডে কিছুটা গা-ছাড়া ভাবও এসে গেছে । শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর দেশে ফিরেছেন মুশফিকুর রহিম । মূলত সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই শ্রীলংকা থেকে ঢাকায় আসেন তিনি। মুশফিক যে দেশে আসবেন সেকথা জানা গিয়েছিল আগেই।
শুধু মুশফিকই নন, একই দিনে শ্রীলংকা থেকে ঢাকায় ফেরেন বাংলাদেশ দলপতি সাকিব আল হাসানও। তিনি এসেছেন , বানিজ্যিক কাজে ! কলোম্বোতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘সাকিবকে ব্যক্তিগত কারণে ছুটি দেওয়া হয়েছে। আমরা সবাই এখানে ছিলাম। আগেই বলেছিল তিন দিনের জন্য ছুটি লাগবে। যেহেতু এখানে কোনো অনুশীলন নেই। সেজন্য সে চেয়েছিল ঢাকায় যাবে, একটা ব্যক্তিগত কাজ ছিল বলেছে।’
সাকিবের অনুপস্থিতি দলে প্রভাব ফেলছে কিনা সেই জবাবে বিসিবি কর্মকর্তা বলেন, ‘অধিনায়ককে না (মিস করছে না)। এখানে অধিনায়ক আসছে (কলম্বোয়)। ২-৩ দিনের জন্য গেছে। এতটুকু সময়ের মধ্যে অধিনায়কের অনুপস্থিতি খুব একটা সমস্যা হচ্ছে না। এসেই হয়তো আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করবে। ’
সাকিব দেশে আসার পর জানা যায়, বাণিজ্যিক কাজে ঢাকায় এসেছেন তিনি। টাইগার অধিনায়ক ‘আল আমিন কেমিক্যালস’ নামে একটি প্রতিষ্ঠানের শো-রুম উদ্বোধন করেছেন। সেই প্রতিষ্ঠানটির শেয়ারের মালিকানা আছে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট এবং মোনার্ক এক্সপ্রেসের।
সাকিব আল হাসানের জন্য বানিজ্যিক কার্যক্রমে অংশ নেয়া নতুন কিছু না । বিশ্বের সেরা অল রাউন্ডার হিসেবে সাকিবের ব্রান্ড ভেল্যু নিয়ে তর্কের অবকাশ নেই । বহু প্রতিষ্ঠানের ব্রান্ড অ্যাম্বাসেডর তিনি ।তাদের সাথে নিয়মিত প্রচারণায় অংশ নিতে হয় । এছাড়া চুক্রিবদ্ধ প্রতিষ্ঠানের বাইরেও আছে বিজ্ঞাপনে অংশগ্রহণ । অনুশীলন বাদ দিয়ে বিজ্ঞাপনের শুটিং করতে যাওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে ।
সাকিবকে নিয়ে বিতর্কের অভাব নেই । গেলো বছর অন লাইন বেটিং কোম্পানির সাথে চুক্তি করে আলোচনার জন্ম দেন সাকিব । বিসিবি’র হুমকিতে সেই চুক্তি বাতিল করেন । জুয়ারিদের সাথে সম্পর্কের কারণে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হয়েছিলেন । বিদেশ সফরে অনুমতি ছাড়াই তিনি বিয়ের অনুষ্ঠানে চলে যান অর্থের বিনিময়ে ছবি তুলতে । এছাড়া , খেলার মাঠে আম্পায়ারদের সাথে অসদাচরণসহ নানা ঘটনায় শাস্তি পেয়েছেন তিনি । অনুশীলন ছেড়ে বিজ্ঞাপনের জন্য বিনা অনুমতিতে চলে যাওয়া , বিদেশী ফ্রেঞ্চাইজি আসরে খেলতে দেশের খেলা থেকে অব্যাহতি নেয়া তো আছেই ।
চলতি বছরের মার্চে নতুন বিতর্কে জড়ান সাকিব । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন । প্রতিষ্ঠানের মালিক হলেন ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ইমরান খানকে (৩৪) হত্যা মামলার ৬ নম্বর পলাতক আসামি রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খান। যা নিয়ে ব্যাপক আলচনা হয় । তবে এসব কিছু মিলিয়েই বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব । তিনি আছেন নিজের মতই ।
এশিয়া কাপের শেষ ম্যাচ খেলতে ১৪ সেপ্টেম্বর কলম্বো ফিরবেন সাকিব । ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ । অনেকেই মনে করছেন , এশিয়া কাপের ব্যর্থতায় দলের সাথে থাকা উচিৎ ছিল সাকিবের । অনুশীলন না থাকলেও তরুণ খেলোয়াড়দের মনোবল বাড়াতে সাহায্য করতে পারতেন তিনি । দলের অধিনায়ক হিসেবে এটা তাঁর কর্তব্য । আর তাছাড়া নিজের ব্যক্তিগত প্রয়োজনে বারবার ছুটি নিয়ে দল ছাড়া অন্যদের জন্য বাজে উদাহরণ । কিন্তু সাকিব তো কারো কথা শোনার পাত্র নন ।
আহাস/ক্রী/০০৫