
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
ভারতের সুপার ফোরে লজ্জাজনক হারের পর নতুন সমস্যায় পাকিস্তান । ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন দলের দুই প্রধান বোলার নাসিম শাহ আফ্রিদি আর হ্যারিস রউফ । এদিকে , পাকিস্তানের দলের দুই কর্মকর্তা ক্যাসিনো বা জুয়ার আড্ডায় ঢুঁ মেরে পড়ে গেছেন বিপদে ।
এশিয়ান কাপের যৌথ আয়োজক পাকিস্তানের চারটি ম্যাচের কোটা শেষ । আসরের বাকী সব ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোয় । তাই পাকিস্তান দলকেও অবস্থান করতে হচ্ছে শ্রীলংকার রাজধানীতে । ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাক দলের মিডিয়া ম্যানেজার উমর ফারুখ কালসন ও আদনান আলিকে দেখা গেছে কলোম্বোর ক্যাসিনোয় । তাদের ক্যাসিনো ভ্রমণের ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তারপর থেকেই আইসিসির কড়া নজরদারির মুখে পড়েছেন পাক দলের দুই সদস্য।
বিশ্ব ক্রিকেটের শাসক সংস্থার ‘কোড অফ কন্ডাক্ট’ বলছে , কোন সিরিজ বা টুর্নামেন্ট চলাকালে দলের সাথে সংশ্লিষ্ট কেউ ক্যাসিনোতে যাতায়াত করতে পারবে না । এতে ক্রিকেট জুয়াড়িদের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে ।
ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুই কর্মকর্তাকে ক্যাসিনো-কাণ্ডে কারণ দর্শাতে বলেছে । দুই কর্মকর্তা জবাব দিয়েছেন অদ্ভুত । তাদের দাবী , হালাল খাবার খুঁজতে তারা ক্যাসিনোতে গেছেন ।
ক্যাসিনোতে রেস্টুরেন্ট আর খাবারের ব্যবস্থা থাকে । জুয়া খেলতে যাওয়া মানুষদের জন্য থাকে খাদ্য আর পানীয়র ব্যবস্থা । সেখানে অনেকে হয়ত শুধু খেতেও যায় । কিন্তু আইসিসি’র নিয়ম থাকা স্বত্বেও শুধু খাওয়ার জন্য ক্যাসিনোতে যাওয়া মানতে পারছে পিসিবি । তাই এশিয়া কাপের মাঝে পিসিবির এই দুই কর্মকর্তা গভীর সমস্যায় পড়তে পারেন বলে জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই।
পিসিবির কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর দুই কর্মকর্তা আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, শেষ রাতের দিকে আশপাশে সব খাবারের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছিল। আর তাঁরা রাতেও অভুক্ত ছিলেন। এই কারণে বাধ্য হয়েই হালাল খাবারের খোঁজে তাঁরা ক্যাসিনোয় গিয়েছিলেন। তবে ক্যাসিনোয় গিয়ে নিষিদ্ধ কোনো কর্মকাণ্ডে জড়ানোর ইচ্ছা তাঁদের ছিল না বলে জানিয়েছেন তাঁরা। পিসিবি এখন পর্যন্ত এই বিষয়ে কোনো শাস্তি না দিলেও জিও জানিয়েছে, দ্রুতই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বোর্ড।
আহাস/ক্রী/০০৫