
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
চলমান এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে আছে পাকিস্তান । ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে । তবে তারা বড় জয় পেয়েছে নেপাল আর বাংলাদেশের বিপক্ষে । চলতি আসরে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান খেলছে ফেভারিটের মত । কিন্তু এশিয়া কাপ চলাকালীন নতুন বিতর্কের সৃষ্টি করেছে পাকিস্তান । যে ঘটনায় আইসিসির দুর্নীতি দমন ইউনিট নড়েচড়ে বসেছে পাকিস্তানের বিষয়ে ।
এশিয়া কাপ চলাকালীন সময়ে কলম্বোর কটি ক্যাসিনো পরিদর্শনে গেছেন পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার উমর ফারুক কালসান ও বোর্ডের মহাব্যবস্থাপক (আন্তর্জাতিক ক্রিকেট) আদনান আলী । দু’জনেই এশিয়া কাপে পাকিস্তান দলের সঙ্গে আছেন। যা সমালোচনার ঝড় তুলেছে । পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুই কর্মকর্তা কীভাবে এত অপরিপক্ক ও অমনোযোগী হতে পারেন, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের অনেক ক্রিকেট ভক্ত। পরে ওই দুই কর্মকর্তা জানান, পাকিস্তানি গণমাধ্যমের তোপের মুখে তারা শুধু খেতে ক্যাসিনোতে গিয়েছিলেন। সূত্রের খবর, ফিরে আসার পর দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
উল্লেখ্য, আইসিসির দুর্নীতি দমন ইউনিটের এধরনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। ক্যাসিনোর মতো জায়গায় যাওয়া বেশ সন্দেহজনক ঘটনা। এমন পরিস্থিতিতে এশিয়া কাপের পর অবশ্যই তদন্ত করা যেতে পারে।
ম্যাচ ফিক্সিংয়ের ক্ষতচিহ্নে জর্জরিত পাকিস্তান ক্রিকেটের অতীত। সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরকে কীভাবে ভুলে যাওয়া যায়? আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি পাকিস্তান সুপার লিগেও স্পট ফিক্সিং কেলেঙ্কারি হয়েছে। এমন পরিস্থিতিতে কলম্বোর ক্যাসিনো সংক্রান্ত মিডিয়া ম্যানেজারের মামলা ফিক্সিংয়ের মতো কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত হোক তা চাইবে না পাকিস্তান ক্রিকেট।
আহাস/ক্রী/০০৬