Download WordPress Themes, Happy Birthday Wishes

কেন ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে ভেরাত্তি ?

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

২০১২-২০২৩ পর্যন্ত দীর্ঘ ১১ মৌসুম ফ্রান্সের জায়ান্ট পিএসজিতে কাটিয়েছেন মার্কো ভেরাত্তি । এই সময়ে কত ফুটবলার এসেছেন আর গেছেন । কিন্তু ভেরাত্তি ছিলেন একই ঠিকানায় । পিএসজি হয়ে উঠেছিল তাঁর দ্বিতীয় ঘর । কিন্তু সেই ঘর ছেড়ে ইটালিয়ান মিডফিল্ডার বেরিয়ে পড়েছেন নতুন ঠিকানায় । যোগ দিয়েছেন কাতারের ক্লাব আল-আরাবিতে।

সাম্প্রতিক সময়ে ইউরোপের নামী-দামী ফুটবলাররা পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যে । সৌদি আরবের পেশাদার লীগে দলবেঁধে যোগ দিচ্ছেন তারা । ইতোমধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো , করিম বেঞ্জেমা , নেইমার জুনিয়র , এনগোলো কন্তে , রবার্ট ফির্মিনিও আর রিয়াদ মাহরেজরা এখন সৌদির বিভিন্ন ক্লাবের খেলোয়াড় । তবে ভেরাত্তি সৌদি নন , বেছে নিয়েছে কাতারের আল-আরাবি ক্লাব । কিন্তু কেন ?

ভেরাত্তি অনেকটা অভিমানেই ছেড়েছেন পিএসজি । নতুন কোচ লুইস এনরিকের উপেক্ষাতেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন । সেপ্টেম্বরের ২০ তারিখ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের নতুন মৌসুমে মাঠে নামছে পিএসজি । নিজেদের মাঠ পার্ক ডি প্রিন্সেসে পিএসজির প্রতিপক্ষ বুরুশিয়া ডর্টমুণ্ড ।

ইউরোপের আলোচিত দল হয়েও কখনও চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারে নি পিএসজি । জ্লাতান ইব্রাহিমোভিচ , এডিসন কাভানি , আনহেল ডি মারিয়া , লিওনেল মেসি আর নেইমারদের নিয়ে পূরণ হয় নি পিএসজির ইউরোপ জয়ের স্বপ্ন । যারা কেউ এখন আর দলে নেই । টিকে ছিলেন ভেরাত্তি ।

চলতি মৌসুমের শুরুতে দুই মহাতারকা মেসি আর নেইমার পিএসজি ছেড়েছেন । দলের সবচেয়ে বড় তারকা এখন কিলিয়ান এমবাপ্পে । সাথে মার্কুইনহোস , জিয়ানলুইগি দোনারুম্মা , আশরাফ হাকিমিদের মত পুরনো মুখ । দলে নতুন এসেছেন লুকাস হার্নান্দেজ , ম্যানুয়েল উগার্তে আর মার্কো অ্যাসেন্সিওর মত তারকা । কোচ হিসেবে যোগ দিয়েছেন স্প্যানিশ এনরিকে ।

এনরিকে দলে এসেই নিজের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন । মেসি আর নেইমারকে বাদ দেয়াও তাঁর পরিকল্পনার অংশ । এমনকি , দলে থাকলেও উপেক্ষা করছেন ভেরাত্তিকে । মধ্যমাঠে ওয়ারেন জায়েরি এমরে , উগার্তে আর ভিতিনহা তাঁর প্রথম পছন্দ । এমনকি , চ্যাম্পিয়ন্স লীগে বুরুশিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডেও রাখা হয় নি ইটালিয়ান তারকাকে । তাতেই মন ভেঙ্গেছে ভেরাত্তির ।

এটা ঠিক , সাম্প্রতিক সময়ে ফর্ম ভাল যাচ্ছে না ভেরাত্তির । ২০২২-২৩ মৌসুমে খেলেছেন ৩৭ ম্যাচ । দেখা যায় নি চিরচেনা ছন্দে । চলতি মৌসুমে মাঠেই নামার সুযোগ হয় নি । কিন্তু তাই বলে স্কোয়াড থেকেই বাদ পড়বেন এটা হয়তো ভেরাত্তি ভাবেন নি । শেষ হৃদয়-ভাঙ্গার বেদনা নিয়ে পিএসজির ছেড়ে আল-আরাবি ক্লাবে যোগ দিয়েছেন তিনি ।

জানা গেছে , ভেরাত্তির জন্য ৪৫ মিলিয়ন ইউরো খরচ করছে কাতারি ক্লাবটি।

২০১২ সালে পিএসজিতে যোগ দেন ভেরাত্তি। এরপর গত ১১ বছরে ক্লাবটির জার্সিতে ৪১৬টি ম্যাচ খেলে করেছেন ১১ গোল। তার সঙ্গে ৬১টি অ্যাসিস্ট করেছেন এই ইতালিয়ান মিডফিল্ডার। এ সময়ে ৯টি লিগসহ পিএসজির হয়ে জিতেছেন ৩০টি শিরোপা। কেবল চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি তার। পিএসজি তো বটেই, লিগ ওয়ানের ইতিহাসেরই অন্যতম সেরা খেলোয়াড় তিনি।

আহাস/ক্রী/০০৬