Download WordPress Themes, Happy Birthday Wishes

ওঝার সাহায্য নিয়েও ব্রাজিলকে আটকাতে পারে নি পেরু

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ব্রাজিল । যদিও পেরুর বিপক্ষে ব্রাজিলের জয়টি এসেছে অনেক কষ্টে । তবে জয় তো জয়ই , তাই শেষ পর্যন্ত স্বস্তির হাসি নিয়েই মাঠ ছেড়েছে ফার্নান্দো দিনিজের শিষ্যরা ।

কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর থেকেই ব্রাজিল দিশাহীন । বদলাচ্ছে কোচ । র‍্যামন মেঞ্জেসের অধীনে মরক্কো আর সেনেগালের বিপক্ষে হেরেছে ব্রাজিল । তাতে চাকুরী হারান মেঞ্জেস । বর্তমানে এক বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে দিনিজের কাঁধে । নতুন কোচের ছোঁয়ায় ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই ৫-১ গোলে উড়িয়ে দেয় বলিভিয়াকে । তবে দ্বিতীয় ম্যাচে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে সেলেকাওদের । বুধবার (১৩ সেপ্টেম্বর) ব্রাজিল কোনমতে ১-০ গোলে হারিয়েছে পেরুকে ।

পেরুর রাজধানী লিমার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের হয়ে ৯০ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেছেন মার্কুইনহোস । নেইমারের কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ হেডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার ।

পেরুর বিপক্ষে ব্রাজিলকে চেনা ছন্দে পাওয়া যায় নি । ১৭ মিনিটে রাফিনহার শট পেরুর জালে জড়ায় । কিন্তু গোল বাতিল হয় অফ সাইডের কারণে । দ্বিতীয়ার্ধে রিচার্লিশনের দুর্দান্ত হেড গোল বাতিল হয় ভিডিও রিভিউতে অফ সাইড ধরা পড়ার কারণে । শেষ পর্যন্ত দলকে স্বস্তি এনে দেয় মার্কুইনহোসের গোল ।

ল্যাটিন আমেরিকা বিখ্যাত ‘কালো যাদু’র অনুশীলনের জন্য । উপমহাদেশের মতই তাদের আছে সন্যাসি আর ওঝাবাহিনী । ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে পেরুর ওঝারা ঘোষণা দিয়েছিলেন , ব্রাজিলকে যাদুমন্ত্রে রুখে দেয়ার । সেটা প্রায় হয়েই গিয়েছিল । ৮৯ মিনিট পর্যন্ত পেরুর ওঝারাই ব্রাজিলকে আটকে রেখেছিল কিনা কে জানে ! তবে শেষ পর্যন্ত ব্রাজিল জিতেছে । হার মেনেছে পেরুভিয়ান ওঝাদের তুকতাক !

আহাস/ক্রী/০০৩