Download WordPress Themes, Happy Birthday Wishes

এসিসি’র সিদ্ধান্ত বাংলাদেশ আর শ্রীলংকার জন্য অপমানজনক

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

এশিয়া কাপের ১৫টি আয়োজন সম্পন্ন হয়েছে । ভারত শিরোপা জিতেছে সর্বোচ্চ ছয়বার । পাকিস্তান দুইবার । কিন্তু অবাক হলেও সত্যি , এশিয়া কাপের ফাইনালে কখনও মুখোমুখি হয় নি ভারত আর পাকিস্তান । ২০২৩ সালে কি এশিয়া কাপের স্বপ্নের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ?

এসিসি শুরু থেকেই সদয় ভারতের প্রতি । ভারতের আপত্তিতে ভেস্তে গেছে পাকিস্তানের একক স্বাগতিক স্বত্ব । শ্রীলংকা পেয়েছে যৌথ স্বাগতিকদের মর্যাদা । ছয় দলের আসরে ১৩ ম্যাচের ৯টি অনুষ্ঠিত হবে শ্রীলংকায় । পাকিস্তানের প্রাপ্য ৪ ম্যাচের আয়োজন শেষ । অর্থাৎ এখন এশিয়া কাপে স্বাগতিক শুধুমাত্র লংকানরা ।

এদিকে , এশিয়া কাপের সুপার ফোর পর্বে একচোখা সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে এসিসি । সুপার ফোর পর্বে অনুষ্ঠিত হবে ছয়টি ম্যাচ । কিন্তু রিজার্ভ-ডে রাখা হয়েছে শুধু পাকিস্তান বনাম ভারতের জন্য । অথচ বর্তমানে শ্রীলংকায় বৃষ্টির মৌসুম । প্রায় প্রতি ম্যাচেই হানা দিচ্ছে বৃষ্টি । গ্রুপ পর্বে বৃষ্টির হামলায় পরিত্যক্ত হয়েছে ভারত আর পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ ।

ভারত-পাকিস্তান সুপার ফোরে ফের মুখোমুখি হবে ১০ সেপ্টেম্বর । ম্যাচ শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে এসিসি’র নেয়া রিজার্ভ ডে’র সিদ্ধান্তে হতবাক সকলেই । দুটি দলকে এমন বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে নাখোশ বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে । তিনি এসিসি’র সিদ্ধান্তকে ‘অনৈতিক’ বলে দাবী করেছেন । এতে অন্যান্য দলকে ছোট করা হয়েছে বলেও মনে করেন তিনি ।

বাংলাদেশ দলের ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন ক্ষোভ প্রকাশ করেছেন এসিসি’র সিদ্ধান্তে । ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রীনিবাস লিখেছেন, ‘এর চেয়ে (শুধু এক ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা) বরং ৩ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলে এশিয়া কাপের বিজয়ী ঘোষণা করা ভালো। ৬ দল নিয়ে টুর্নামেন্ট করার কী দরকার যেখানে কোনো সাম্য নেই।’

এসিসির বক্তব্য, ১০ সেপ্টেম্বরের ম্যাচে বৃষ্টির বা অন্য কোনও প্রাকৃতিক কারণে ব্যাহত হলে পরের দিন ১১ সেপ্টেম্বর খেলা হবে।ফাইনাল ছাড়া এটিই একমাত্র ম্যাচ যেখানে রিজার্ভ ডে আছে। তবে এসিসি পক্ষেই মতামত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘বিসিবি’ । জানিয়েছে , এশিয়া কাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী আর আমাদের সম্মতিতেই রিজার্ভ ডে যোগ করা হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে টুইট বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে যুক্ত করা হয়েছে। যা এশিয়া কাপের প্লেয়িং কন্ডিশন বিবেচনায় কার্যকর উপায়ে সংশোধিত হয়েছে । অবস্থান স্পষ্ট করার জন্য জানান হচ্ছে, চারটি অংশগ্রহণকারী দল এবং এসিসির সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ । ম্যাচে রয়েছে বৃষ্টি শংকা । দিনে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ, রাতে ৯০ শতাংশ। এই ম্যাচ পরিত্যক্ত হলেও তাই অবাক হবার কিছু নেই। সেক্ষেত্রে বাংলাদেশ প্রায় ছিটকেই যাবে ফাইনালের রেস থেকে।

আহাস/ক্রী/০০৬