Download WordPress Themes, Happy Birthday Wishes

এশিয়া কাপ যাচ্ছে কার ঘরে ?

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

১৬তম এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট চূড়ান্ত পরিণতির অপেক্ষায় । রবিবার (১৭ সেপ্টেম্বর) এসিসি এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে শ্রীলংকা আর ভারত । কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ।

এশিয়া কাপে ভারত আর শ্রীলংকার বরাবর আধিপত্য । শিরোপা সংখ্যায় দুই দল প্রায় কাছাকাছি । এশিয়া কাপ ক্রিকেটে ভারত শিরোপা জিতেছে সাতবার আর শ্রীলংকা ছয়বার । বিপরীতে পাকিস্তানের শিরোপা রয়েছে দুইটি । যদিও ২০১৮ সালের এশিয়া কাপের পর ভারত কোন আন্তর্জাতিক শিরোপা জিততে পারে নি । আর শ্রীলংকা ২০২২ সালেই টি-টুয়েন্টি ফরম্যাটে জিতে নিয়েছে এশিয়ার শ্রেষ্ঠত্ব ।

কিছুদিন পরেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট । বিশ্বকাপের আগে দুই দলের সামনেই এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাস বাড়াবার সুযোগ রয়েছে । ধারণা করা হচ্ছে , কলম্বোর মাঠে স্পিন বোলাররাই তৈরি করে দেবেন পার্থক্য , যেহেতু ঐতিহাসিকভাবেই প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ স্পিন-বান্ধব । এই মাঠেই ৭৫ উইকেট নেয়ার রেকর্ড আছে কিংবদন্তী মুত্তিয়া মুরলিথরনের । এছাড়া এক ম্যাচে ২০ রানে ৬ উইকেট নিয়ে সেরা বোলিং রেকর্ড অজন্তা মেন্ডিসের ।

১২ সেপ্টেম্বর দুনিত ভাল্লালাগের মায়াবী-স্পিনে দিশেহারা হয়ে পড়েছিল ভারত । প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি জিতেছিল ভারত । কিন্তু ১০ ওভারে ৪০ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করা ভাল্লালাগে ছিলেন সেরা খেলোয়াড় । ফাইনালেও ২০ বছরের ভাল্লালাগের দিকেই তাকিয়ে থাকবে শ্রীলংকা । ফাইনালে ভারতের বিপক্ষে লঙ্কান একাদশে দেখা যেতে পারে লেগ স্পিনার দুশান হেমন্তকে। ভারতের স্পিন অ্যাটাকের মূল দায়িত্ব থাকবে কুলদীপ যাদবের কাঁধে। তাঁকে সঙ্গ দেবেন রবীন্দ্র জাদেজা।

কলম্বো স্টেডিয়ামে টানা খেলা হচ্ছে । বিগত ৯দিনে হতে চলেছে ষষ্ঠ ম্যাচ । তাই উইকেট আরও স্পিনিং হয়ে উঠতে পারে। তবে লঙ্কানদের জন্য দুঃসংবাদ হলো, তাদের সেরা স্পিনার মহেশ থিকসেনা চোট পেয়ে ফাইনাল থেকে ছিটকে গেছেন। ইনজুরির কারণে ফাইনালে খেলা নিয়ে শঙ্কা জেগেছে স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলের। তার পরিবর্তে দলে ডাক এসেছে ওয়াশিংটন সুন্দরের।ক্রিকইনফো জানিয়েছে, তার হাতে কোনো চিড় না ধরলেও বিশ্বকাপের আগে অক্ষরকে নিয়ে বাড়তি সতর্ক থাকছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এছাড়া হ্যামস্ট্রিং চোটের অভিযোগও করেছিলেন অক্ষর। এই কারণেই তাকে ঘিরে এই বাড়তি সতর্কতা।

ভারত দল :

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণ।

শ্রীলঙ্কা দল :

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, দুনিথ ওয়েল্লাগে, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দুশান হেমন্থা, বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মাদুশান।

আহাস/ক্রী/০০২