
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
আগামী ৩০ অক্টোবর ঘোষণা করা হবে ব্যালন ডি অর’ বিজয়ীর নাম । ২০২২-২৩ মৌসুমের পারফর্মেন্সের ভিত্তিতে ব্যালন জয়ের লড়াইয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি , আর্লিং হাল্যান্ড আর কিলিয়ান এমবাপ্পে । চূড়ান্ত ঘোষণা আসা পর্যন্ত বোঝা যাওয়ার উপায় নেই কে জিতবে ফ্রান্স সাময়িকীর দেয়া খেতাব । কারণ মেসি আর হাল্যান্ডের মধ্যে লড়াই হচ্ছে সমানে-সমানে । এমবাপ্পেও পিছিয়ে থাকবেন না খুব বেশী ।
ইতোমধ্যে ব্যালন কর্তৃপক্ষ পুরুষ ফুটবলারদের ত্রিশজনের তালিকা প্রকাশ করেছে । ৩০ জনের মধ্য থেকেই একজন জিতবে ব্যালনের কাংখিত এ্যাওয়ার্ড । যেখানে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ।বিশ্বকাপের গোল্ডেন-গ্লাভস আর ফিফা বর্ষসেরায় সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন তিনি । ব্যালনেও হয়ত পাবেন সেরা গোলদাতার সম্মান । যেখানে তাঁর লড়াই হবে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবলজয়ী এডারসন , মরক্কোর হয়ে বিশ্বকাপ মাতানো ইয়াসিন বুনু আর রিয়েল মাদ্রিদ কিপার থিবাউ কর্তোয়াদের সাথে ।
ব্যালনে সেরা খেলোয়াড় তালিকার ৩০জনে নাম থাকলেও মার্টিনেজ জানেন , তিনি ব্যালন পাবেন না । বড়জোর সেরা গোলরক্ষকের ‘লেভ ইয়াসিন’ ট্রফি উঠবে তাঁর হাতে । তবে এমি মনে করেন , ব্যালন জিততে চলেছেন লিওনেলে মেসি । আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের কারণেই মেসির হাতে তুলে দেয়া হবে ব্যালন ।
খুবই সম্ভব । ২০২১ সালে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সুপার-স্লপ থাকার পরেও মেসিকে ব্যালন দেয়া হয়েছিল । কারণ তিনি জিতেছিলেন কোপা আমেরিকা । আর এবার তো ফিফা’র পরিকল্পনায় মেসিকে বিশ্বকাপ জিতিয়ে দেয়া হয়েছে । ব্যালন তিনি পেতেই পারেন ।
ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে। বিশ্বকাপ ছাড়াও নির্ধারিত সময়ে মেসি জিতেছেন ফ্রেঞ্চ লীগ ওয়ান । আর ২২ বছর বয়সী নরওয়েজীয় তারকা হালান্ড সিটির হয়ে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতিয়েছেন। ট্রেবল জয়ের পথে করেছেন রেকর্ড ৫২ গোল। ইংলিশ প্রিমিয়ার লীগের সেরা গোলদাতা , সেরা উদীয়মান তারকা , সেরা ফুটবলার হয়েছেন । জিতেছে ইউরোপিয়ান গোল্ডেন শ্যু আর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গোল্ডেন-বুট । অন্যদিকে , পিএসজির হয়ে এমবাপ্পে জিতেছেন ফ্রেঞ্চ লীগ ওয়ান । বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করেছেন । পেয়েছেন সেরা গোলদাতার গোল্ডেন-বুট । ফ্রেঞ্চ লীগেও সেরা গোলদাতা আর সেরা খেলোয়াড় ছিলেন ।
অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমি মার্টিনেজ বিবিসির ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানে বলেন , ‘ আমি তালিকার ৩০ জনে জায়গা পেয়েই খুশী । বিশ্বকাপ জিতেছি , এটাই সবচেয়ে বড় । আর কিছু পাওয়ার নেই আমার । তবে ব্যালন পাবে মেসি , এটা নিশ্চিত । ‘
জুলাইয়ে পিএসজি ছেড়ে আমেরিকার ইন্টার মিয়ামি ক্লাবে যোগ দিয়েছেন মেসি । নতুন ক্লাবের হয়ে জিতেছেন আমেরিকান লীগ কাপ । এখন পর্যন্ত ইন্টার মিয়ামির হয়ে ১১ ম্যাচে ১১ গোল করেছেন আর্জেন্টিনা অধিনায়ক ।
আহাস/ক্রী/০০৬