
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
মাঠে গড়িয়েছে এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর এএফসি চ্যাম্পিয়ন্স লীগ । আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচেই হোঁচট খেয়েছে সৌদি আরবের আল হিলাল । তারকাসমৃদ্ধ ক্লাবটিকে রুখে দিয়েছে উজবেকিস্তানের নাভবাহর এফসি ।
২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগে অন্যতম ফেভারিট আল হিলাল । আসরের সর্বাধিক চারটি শিরোপা দখলের রেকর্ড রয়েছে তাদের । বিগত দুটো আসরের ফাইনালে খেলেছে আল হিলাল । তবে ২০২২-২৩ মৌসুমের ফাইনালে তাদের হারতে হয়েছে জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসের কাছে ।
অন্যদিকে , উজবেক ক্লাব নাভবাহরকে পেরিয়ে আসতে হয়েছে প্লে-অফ বাঁধা । সর্বশেষ উজবেক সুপার লীগের রানার আপ দলটি প্লে-অফে হারিয়েছে কাতারের আল ওয়াক্রাহ ক্লাবকে । তাতেই চূড়ান্ত পর্বে ঠাই মিলেছে ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) কিং ফাহদ স্টেডিয়ামে আল হিলাল আতিথ্য দেয় নাভবাহর ক্লাবকে । শক্তিধর প্রতিপক্ষের ঘরের মাঠে খেলা ছিল তাদের জন্য চ্যালেঞ্জের । যে চ্যালেঞ্জে তারা শতভাগ সফল । আল হিলালের মাঠে ১-১ ড্র করে ফিরেছে তারা ।
আল হিলালের মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র । চলতি মৌসুমেই পিএসজি ছেড়ে সৌদি ক্লাবে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার । ইতোমধ্যে সৌদি পেশাদার লীগে অভিষেক হয়েছে । এবার খেললেন এশিয়ার চ্যাম্পিয়ন্স লীগেও । যদিও নাভবাহর ক্লাবের বিপক্ষে নেইমারের খেলা নিয়ে সংশয় ছিল । চলতি মাসেই বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন নেইমার । গড়েছেন সেলেকাও জার্সিতে সর্বোচ্চ ৭৯ গোলের রেকর্ড । এছাড়া দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সর্বোচ্চ ১৮ অ্যাসিস্ট এখন এই সুপারস্টারের।
পেরুর বিপক্ষে ম্যাচে হাল্কা চোট পেয়েছিলেন । তবে উজবেক ক্লাবের বিপক্ষে খেলেছেন পুরো ম্যাচ । গোল পান নি । হলুদ কার্ড দেখেছেন ।
আল হিলালের মাঠে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য । দ্বিতীয়ার্ধের ৭ম মিনিটে অতিথি নাভবাহর এগিয়ে যায় জর্জিয়ান সেন্টার ফরোয়ার্ড তমা তাবাতাদজের গোলে । সেই গোল নির্ধারিত ৯০ মিনিটে ফেরাতে পারে নি আল হিলাল । যোগ করা সময়ের ১০ম মিনিটে আলি আল বুলাইর গোলে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা পায় আল হিলাল ।
আল হিলাল নেইমার ছাড়াও অ্যালেক্সান্ডার মিত্রোভিচ , ম্যালকম , রুবেন নেভেস , মিখায়েলসহ পাঁচ বিদেশীর পূর্ণ কোটা পূরণ করে মাঠে নামে । সাথে সৌদি জাতীয় দলের গোলরক্ষক আল ওয়াইসিস , রক্ষণের আল শেহরানিরা ছিলেন । তবু তারা আটকে গেছে । এটা অবশ্যই উজবেক ক্লাবের সাফল্য ।
নভবাহর সৌদি ক্লাব আল হিলালকে আটকে দিয়েছে । কিন্তু উজবেক আরেক ক্লাব পারে নি সৌদি লীগের চ্যাম্পিয়ন ইত্তিহাদকে রুখতে । ‘সি’ গ্রুপের ম্যাচে ইত্তিহাদ ৩-০ গোলে হারিয়েছে উজবেক এজিএমকে ক্লাবকে ।
আহাস/ক্রী/০০১