Download WordPress Themes, Happy Birthday Wishes

আল নাসরের ‘মানিকজোড়’ রোনালদো সাদিও মানে

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ফুটবল গোলের খেলা । যে কোন দলের শ্রেষ্ঠত্ব বিচার হয়ে থাকে গোলের হিসেবে । খেলোয়াড়দের ক্ষেত্রেও তাই । খেলার মাঠে একজন গোলরক্ষক যত সেইভ করেন , কিংবা ডিফেন্ডার আর মধ্যমাঠ যত ভাল খেলুক – স্বীকৃতি পাওয়া যায় কম । ম্যাচ শেষে গোলদাতারাই হয়ে ওঠে খবরের শিরোনাম ।

গোল করার অসম্ভব ক্ষমতার অধিকারী ক্রিস্টিয়ানো রোনালদো ইতিহাসের সেরা । পরিসংখ্যানের হিসেবেও রোনালদো পেছনে ফেলেছেন সবাইকে । ক্যারিয়ারে রোনালদো করেছেন ইতিহাসের সর্বোচ্চ ৮৫৩ গোল । আন্তর্জাতিক গোলের সংখ্যাতেও সবাইকে ছাড়িয়ে । দেশের জার্সিতে রোনালদোর গোল ১২৩টি । ক্লাব ফুটবল , উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসেও রোনালদো সর্বোচ্চ গোলের মালিক । রোনালদো বিশ্বের একমাত্র খেলোয়াড় , যার কিনা ইউরোপের শীর্ষ তিন তিনটি লীগের শীর্ষ তিন দলের হয়ে শতাধিক গোলের রেকর্ড আছে । আবার ইউরোপের সেরা তিন লীগে বর্ষসেরা ফুটবলার হবার রেকর্ড একা তাঁর । সব মিলিয়ে রোনালদো আধুনিক ফুটবলের সম্রাট ।

বর্তমানে রোনালদো খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে । সেখানেও ৩৮ বছর বয়সে দেখাচ্ছেন ক্যারিশমা । ইতোমধ্যে আল নাসরকে প্রথমবারের মত জিতিয়েছেন আফ্রো-আরব ক্লাব কাপ শিরোপা । সেখানে তিনি ছিলেন সেরা গোলদাতা । চলতি সৌদি পেশাদার লীগে ৯ গোল আর ৪ এসিস্ট নিয়ে আছেন শীর্ষে ।

রোনালদো জানুয়ারিতে যোগ দিয়েছিলেন আল নাসর ক্লাবে । আর জুলাইয়ে তাঁর সতীর্থ হয়ে আসেন সাদিও মানে । বায়ার্ন মিউনিখ ছেড়ে আল নাসরে যোগ দেয়া সাদিও মানে আফ্রিকা তো বটেই , বিশ্বের অন্যতম সেরা ফুটবলার । লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন । খেলেছেন তিনটি ফাইনাল । সাদিও মানেদের হাত ধরেই লিভারপুল তিন দশক পর পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা ।ক্লাব ক্যারিয়ারে সাদিও মানে ১১টি ট্রফির মালিক । নিজের দেশ সেনেগালকে ২০২১ সালে জিতিয়েছেন আফ্রিকান কাপ অফ নেশন্স । দুইবার আফ্রিকা মহাদেশের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ।

আল নাসরে সাদিও মানে যোগ দেয়ার পর রোনালদো যেন ফিরে পেয়েছেন নিজের তারুণ্য । রিয়েল মাদ্রিদে করিম বেঞ্জেমা আর গ্যারেথ বেলদের সাথে ‘বিবিসি’ ত্রয়ীর কথা মনে করাচ্ছেন রোনালদো আর মানে । সাথে ওটাভিও আর তালিস্কারা সহায়ক ভুমিকায় । কিন্তু মানে আর রোনালদোকে আটকাতে হিমশিম খাচ্ছে প্রতিপক্ষ ।

এখন পর্যন্ত ২০২৩-২৪ সৌদি পেশাদার লীগের সাত ম্যাচে ১৯ গোলে অবদান রেখেছেন রোনালদো আর মানে । লীগে সাদিও মানের গোলের সংখ্যা ৬টি । এসিস্ট ২টি ।

চলতি লীগের ৭ ম্যাচে আল নাসর গোল করেছে ১৮টি । মানে আর রোনালদোর গোল ১৫টি । দুজনে অবদান রেখেছেন ৬টি গোলে । বোঝাই যাচ্ছে , আল নাসর ক্লাব এখন পুরোপুরি রোনালদো আর মানে নির্ভর । লীগের প্রথম ম্যাচে রোনালদো ছাড়া হেরেছে আল নাসর । দ্বিতীয় ম্যাচেও পুরো ফিট ছিলেন না আল নাসর অধিনায়ক । কিন্তু তৃতীয় ম্যাচ থেকে শুরু হয়েছে তাঁর ম্যাজিক । শুরুর দিকে আল নাসরে মানিয়ে নিতে খানিক সমস্যা হয়েছে মানের । কিন্তু তিনিও রোনালদোর সাহচর্যে পুরনো চেহারায় ফিরছেন ।

সবচেয়ে বড় কথা , প্রায় প্রতি ম্যাচে রোনালদো আর সাদিও মানের মধ্যে কেমিস্ট্রি যেন পাচ্ছে ভিন্নমাত্রা । দুজনের মাঠে বিচরণ বন্ধুত্বের চেয়ে বেশী । প্রতিটা গোলের পর একজন আরেকজনকে খুঁজে নিয়ে আলিঙ্গন সবার নজর কাড়ছে । রোনালদো আর সাদিও মানে ‘জুটি’ ভয়ংকর হয়ে উঠেছে । তাদের থামানোই এখন প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ ।

লিভাপুলের সাবেক সতীর্থ রবার্টো ফিরমিনহো বর্তমানে আল আহলি ক্লাবে খেলছেন । এছাড়া হেন্ডারসন খেলছেন ইত্তিহাদে । দুটি ক্লাবই মানেকে সাবেক সতীর্থদের দিয়ে নিজেদের ক্লাবে ভেড়াতে চেয়েছিল , নিজে বলেছেন সেনেগালের ফুটবলার । তিনি জানান , ‘ আমি রোনালদোর সাথে খেলতে চেয়েছি । আল নাসর প্রস্তাব দেয়ায় দেরী করিনি । রোনালদো বিশ্বের সেরা ফুটবলার । তাঁর সাথে খেলার সুযোগ ছাড়তে চাই নি । ‘

মানের সিদ্ধান্তে আল নাসর লাভবান , বলার অপেক্ষা রাখে না ।

আহাস/ক্রী/০০৬