
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
সৌদি পেশাদার লীগের নতুন মৌসুমের শুরুতেই টানা দুই ম্যাচ হেরে বসেছিল আল নাসর । যদিও ঘুরে দাঁড়াতে সময় নেয় নি তারকাসমৃদ্ধ দলটি । ক্রিস্টিয়ানো রোনালদো আর সাদিও মানেদের নিয়ে জয়ের ধারায় ফিরেছিল তৃতীয় ম্যাচেই । আর পা হড়কায় নি ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সৌদি প্রো-লীগে আল রাইদ ক্লাবের বিপক্ষে বড় জয় পেয়েছে আল নাসর । ৩-১ গোলে তারা উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে ।
ম্যাচের শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলা আল নাসরকে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত । যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করেন সাদিও মানে । ডি বক্সের ভেতর থেকে মাপা শটে গোল করেন সেনেগালের তারকা ফুটবলার ।
গোল হজমের মিনিট খানেক পরেই ১০ জনের দলে পরিণত হয় আল নাসর । সাদিও মানেকে আঘাত করে লাল কার্ড দেখেন আল রাইদের বান্দের হোয়েশি ।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর চার মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন আল নাসরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিস্কা ।
ম্যাচে হতাশায় ভুগছিলেন রোনালদো । কিছুদিন আগেই কার্ডের জন্য পাওয়া নিষেধাজ্ঞায় খেলতে পারেন নি ইউরোপিয়ান বাছাইয়ে লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচ । সার্বিয়ার বিপক্ষে মাঠে নামলেও গোলের খাতায় নাম ওঠে নি পর্তুগীজ মহানায়কের । তবে ৭৮ মিনিটে হাসি ফোটে রোনালদোর মুখে । বক্সের ভেতর থেকে বাম পায়ের শটে চলতি লীগে নিজের ৭ম গোলটি আদায় করে নেন সিআর-সেভেন ।
ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে আল রাইদের মোহাম্মদ ফুজাইর একটি গোল পরিশোধ করেন । এছাড়া রোনালদোর একটি গোল বাতিল হয় অফ সাইডের কারণে । তাতেই ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর ।
সৌদি পেশাদার লীগে ৬ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া আল নাসর উঠে এসেছে ষষ্ঠস্থানে । শীর্ষে থাকা আল হিলাল সমান ম্যাচে পেয়েছে ১৬ পয়েন্ট ।
আহাস/ক্রী/০০১