Download WordPress Themes, Happy Birthday Wishes

আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

চলতি বছরের শুরুতেই অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় করেছে ব্রাজিল । একইভাবে তারা জয় পেয়েছে অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকা ফুটসালের শিরোপা । সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে ।

ফুটসালের সাথে ফুটবলের বড় পার্থক্য আছে । দুই দলে খেলে পাঁচজন করে খেলোয়াড় । খেলা হয় ইনডোরে । বল আর গোলপোস্ট ছোট । খেলায় ইচ্ছেমত খেলোয়াড় পরিবর্তন করা যায় । তবে উত্তেজনা কম না । বরং গোলের সংখ্যা বেশী হয় বলে ফুটসালের ভক্ত অনেক । ফুটবলের মতই আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থকরা ফুটসাল নিয়েও উত্তেজনায় ভোগেন । কেউ কারো সাথে হারতে নারাজ মানসিকতায় মাঠে নামেন ।

২০২৩ সালে ল্যাটিন আমেরিকার যুবাদের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ভেনেজুয়েলায় । ১০ দেশ নিয়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে খেলেছে আর্জেন্টিনা আর ব্রাজিল । রবিবার (১৭ সেপ্টেম্বর) লা গুয়াইরা শহরের জোসে মারিয়া ভার্গাস ডোমে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

ফাইনালে আর্জেন্টিনা আর ব্রাজিল লড়েছে সমানতালে । কিন্তু ব্রাজিল জয়সূচক গোলের দেখা পায় পেনাল্টি থেকে । ১৪ মিনিটে নিজেদের ডি বক্সে হ্যান্ডবল করে বসেন আর্জেন্টিনার টমাস এসেবেডোর। এতে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টির সুযোগটি ভালোভাবেই কাজে লাগান ব্রাজিলের থিয়াগুইনহো কানারিনহা।

চলতি বছর অনুষ্ঠিত হয়েছে নবম যুব কোপা আমেরিকা ফুটসাল প্রতিযোগিতা । যেখানে অষ্টম শিরোপা জিতলো ব্রাজিল । এই প্রতিযোগিতার ইতিহাসে আর্জেন্টিনা শিরোপা পেয়েছে একবার । অন্যরা কখনও শিরোপার স্বাদ পায় নি । বিগত আসরের ফাইনালেও ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা । আর সব মিলিয়ে ফুটসাল ফাইনালে ব্রাজিলের কাছে চারবার হার মেনেছে আর্জেন্টিনা ।

আহাস/ক্রী/০০৪