Download WordPress Themes, Happy Birthday Wishes

আফ্রিকান ফুটবলারদের নিয়ে বিপাকে ইউরোপ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চলছে আন্তর্জাতিক বিরতি । ফিফা উইন্ডোতে নিজ নিজ দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ছুটিতে আছেন খেলোয়াড়রা । উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাই , ল্যাটিন আমেরিকার ফিফা বিশ্বকাপ বাছাই ছাড়াও ‘ফিফা উইন্ডো’তে প্রায় সব মহাদেশীয় দল অংশ নিয়েছে প্রীতি ম্যাচে । খেলোয়াড়দের ছাড়তে হয়েছে । তাই বন্ধ রাখতে হয়েছে ইউরোপিয়ান আর এশিয়ার বিভিন্ন লীগ ।

ফুটবল লীগ চলাকালীন সময়ে আন্তর্জাতিক বিরতি দেয়া হয় ফিফা উইন্ডো মেনে । কিন্তু সমস্যা বেঁধেছে আফ্রিকান কাপ অফ নেশন্স টুর্নামেন্ট নিয়ে । ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আইভরি কোস্টে আয়োজিত হবে আফ্রিকা মহাদেশের সেরা ফুটবল আসর । যদিও ২০২৩ সালের জুন-জুলাই মাসে আয়োজনের পরিকল্পনা ছিল , কিন্তু আইভরি কোস্টের আবহাওয়ার কথা বিবেচনা করে পিছিয়ে দেয়া হয়েছে টুর্নামেন্ট । তাতেই বিপাকে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবগুলো ।

জানুয়ারি-ফেব্রুয়ারি ইংলিশ ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ সময় । এই সময়ে জমজমাট হয়ে ওঠে লীগের খেলা । মাঝামাঝি সময় পেরিয়ে যে কোন দলের শিরোপা লড়াই , রেলিগেশন আর ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সম্ভাবনা স্পষ্ট হয়ে ওঠে । একই অবস্থা অন্যান্য ইউরোপিয়ান লীগেও । তবে ইংল্যান্ডের সমস্যা বেশী । কারণ আফ্রিকান জাতীয় দলে খেলা সর্বোচ্চ ৪৩ জন খেলোয়াড় আছেন ইপিএলে । মোহাম্মদ সালাহ , আন্দ্রে ওনানা , থমাস পার্তে , ইদ্রিসিয়া গুয়ে , মোহাম্মদ কুদুস , অ্যালেক্স আইউবির মত তারকারা বিভিন্ন ইপিএল ক্লাবের অন্যতম ভরসা ।

আফ্রিকান কাপ অফ নেশন্সের স্কোয়াডে ডাক পেলে ফুটবলারদের না ছেড়ে উপায় নেই । কারণ এটা মহাদেশীয় আসর । ফিফা’র নিয়মানুযায়ী খেলোয়াড়দের ছাড়তে বাধ্য ক্লাবগুলো । শুধু ইপিএল না , ইউরোপের অন্যান্য লীগেও প্রচুর আফ্রিকান খেলোয়াড় । ইটালিয়ান লীগে ভিক্টর ওসিমান কিংবা  ফ্রান্সের ঘরোয়া লীগে আশরাফ হাকিমিরা খেলেন । তারাও মিস  করবেন জানুয়ারি-ফেব্রুয়ারির  ইউরোপিয়ান  ম্যাচ । তাতে সংকটে পড়তে চলেছে ক্লাবগুলো , সন্দেহ নেই । 

আহাস/ক্রী/০০৩