Download WordPress Themes, Happy Birthday Wishes

অপরিবর্তিত শ্রীলংকার সামনে পরিবর্তিত বাংলাদেশ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

এশিয়া কাপ ক্রিকেটে খাঁদের কিনারায় বাংলাদেশ । শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ হারলে কার্যত শেষ হয়ে যাবে টাইগারদের এশিয়া কাপ মিশন । পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচ হারাই বেকায়দায় ফেলে দিয়েছে সাকিব আল হাসান এন্ড কোংকে। জটিল পরিস্থিতিতে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে টাইগাররা । ম্যাচ অনুষ্ঠিত হবে কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ।

এশিয়া কাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ । কিন্তু কোন ম্যাচেই বাংলাদেশ নির্দিষ্ট একাদশ নিয়ে মাঠে নামে নি । প্রথম ম্যাচ খেলেই ছিটকে গেছেন তানজিদ হাসান আর মোস্তাফিজুর রহমান । তৃতীয় ম্যাচে দলে ফিরেছেন লিটন দাস । কিন্তু ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত ।

কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের কন্ডিশন বিবেচনায় শ্রীলংকার বিপক্ষে পরিবর্তন আসছে বাংলাদেশের একাদশে । মুশফিকুর রহিম পারিবারিক কারণে দেশে ফিরেছেন । তাঁকে পাচ্ছে না টাইগাররা । তাই নাইম শেখের সাথে ওপেনিং করতে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে ।

কলোম্বোর পিচ স্পিন সহায়ক । তাই শেখ মেহেদিকে খেলানো হতে পারে ।

এদিকে , টানা দুই জয়ে আত্মবিশ্বাসী শ্রীলংকা বাংলাদেশের বিপক্ষে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে চায় না । উইনিং কম্বিনেশন ধরে রাখতে আগ্রহী তারা। ফলে কুশল পেরেরা, দুশান হেমান্থা, বিনুরা ফার্নান্দো ও প্রামোদ মাদুশানকে বসে বেঞ্চই গরম করতে হতে পারে। উল্লেখ্য, এখন পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে ১৬বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এর মধ্যে লংকানদের জয় ১৩টিতে। সবমিলিয়ে সর্বমোট ৫২বার ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। শ্রীলংকা ৪১বার এবং বাংলাদেশ ৯টি ম্যাচে জিতেছে। বাকি ২টি পরিত্যক্ত হয়। এবার কে জেতে তাই দেখার অপেক্ষা।

শ্রীলংকা সম্ভাব্য একাদশঃ পাথুম নিশাঙ্কা, দ্বিমুখ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), শাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাশুন শনাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকসানা, কাশুন রাজিথা ও মাথিসা পাথিরানা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ – নাইম শেখ , এনামুল হক বিজয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

আহাস/ক্রী/০০৩