Download WordPress Themes, Happy Birthday Wishes

অজিদের উড়িয়ে ভারতীয়দের হুংকার

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

অক্টোবরের ৫ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ । খেলা ভারতের মাটিতে । ওয়ানডে বিশ্বকাপে ১৯৮৩ আর ২০১১ সালের শিরোপা জিতেছে ভারতীয়রা । লক্ষ্য , ২০২৩ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ট্রফি নিজেদের কাছেই রেখে দেয়া । সাম্প্রতিক পারফর্মেন্সেও ভারতকে শীর্ষ ফেভারিট রাখার পক্ষে । দাপটের সাথে এশিয়া কাপ জয়ের পর ভারতীয়রা দারুণ জয়ে শুরু করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ।

মোহালিতে শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভারত পাঁচ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে । চলতি বছরেই ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে অজিরা । কিন্তু বিশ্বকাপ শুরুর আগে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হার । অজিদের হারিয়ে ভারতীয়রা অর্জন করেছে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ।

পাঞ্জাব ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ২৭৬ রানে অল আউট করে দেয় ভারত । মুল কৃতিত্ব মোহাম্মদ শামির । ১০ ওভারে ১ মেইডেনসহ ৫১ রানে পাঁচ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার । এটি তাঁর ক্যারিয়ারের সেরা বোলিং । জাশপ্রিত বুমরাহ , রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা নিয়েছেন একটি করে উইকেট ।

৫৩ বলে ৫২ রান করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার । তাঁর ব্যাট থেকে এসেছে হাফডজন চারের সাথে দুইটি ছক্কা । ওয়ার্নার দ্বিতীয় উইকেটে ৯৪ রান যোগ করেন স্টিভেন স্মিথকে নিয়ে । সাবেক অধিনায়ক স্মিথের অবদান ৪১ রান । ৬০ বলের মোকাবেলায় স্মিথ মেরেছেন তিনটি চার আর একটি ছক্কা ।

এছাড়া মার্কাস লেবুশানে ৩৯ আর ক্যামেরন গ্রিন করেছেন ৩১ রান । ৪৫ বলে তিনটি চার আর দুইটি ছক্কায় ৪৫ রান করেছেন জশ ইংলিশ । ২১ বলে পাঁচটি চারে ২৯ রানের ছোট ক্যামিও ইনিংস খেলেন মার্কাস স্টয়নিস ।

জবাবে ১৪২ রানের দুর্দান্ত ওপেনিং জুটি উপহার দিয়েছেন রুতুরাজ আর শুভমান গিল । ৭৭ বলে ১০টি চারে ৭১ রান করেন রুতুরাজ । এছাড়া শুভমানের ব্যাট থেকে আসে ৭৪ রান । ৬৩ বলের মোকাবেলায় তিনি মেরেছেন ৬টি চার আর ২টি ছক্কা ।

রোহিত শর্মার অনুপস্থিতিতে অধিনায়ক লোকেশ রাহুল করেন ৬৩ বলে চারটি চার আর একটি ছক্কায় ৫৮ রান ।

স্বস্তি দিয়েছেন সূর্যকুমার যাদব । টি-টুয়েন্টি স্পেশালিস্ট হিসেবে বদনাম কুড়িয়ে বসে আছেন ভারতীয় মিডলঅর্ডার । কারণ সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেট রান নেই । দেড় বছর ও ১৯ ইনিংস পর ওয়ানডেতে ফিফটি হাঁকিয়ে টিম ম্যানেজমেন্টের ভরসার প্রতিদান দিয়েছেন তিনি । করেছেন ৪৯ বলে ৫ চার আর ১ ছক্কায় ৫০ রান ।

ভারতের বিপক্ষে দুই উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা ।

সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর দারুণ সুখবর পেয়েছে  ভারত । টেস্ট আর টি-টুয়েন্টি ফরম্যাটের পর ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছে টিম ইন্ডিয়া । বলা যায় , সেরা হওয়ার হুংকার দিয়েই বিশ্বকাপে পা রাখছে ভারতীয় দল । 

আহাস/ক্রী/০০৩