Download WordPress Themes, Happy Birthday Wishes

বাংলাদেশে খেলতে আসবেন তো রাশিদ খান ?

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

সদ্য সমাপ্ত আইপিএলে দুর্দান্ত খেলেছেন রাশিদ খান । রাশিদের দল গুজরাট টাইটান্স উঠেছিল ফাইনালেও । কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় গুজরাট । ভেঙ্গে যায় টানা দ্বিতীয় আইপিএল শিরোপা জয়ের স্বপ্ন ।

আইপিএলে ২৭ উইকেট শিকার করেছেন রাশিদ খান । আফগান স্পিনার ছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ।এছাড়া ব্যাট হাতেও কার্যকর অবদান রাখেন তিনি। টুর্নামেন্টের সেরা ক্যাচের পুরস্কারও জেতেন । কিন্তু ফাইনালে দল হেরে যাওয়ায় নিজের সাফল্য উৎযাপন করতে পারেন নি ।

আইপিএল শেষ । শুরু হচ্ছে আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট । ২ জুন থেকে মাঠে গড়াচ্ছে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ । কিন্তু সিরিজের প্রথম দুই ম্যাচে খেলা হচ্ছে না রাশিদ খানের । পিঠের নিচের দিকের চোটে ভুগছেন এই লেগ স্পিনার। বর্তমানে মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন আফগান তারকা।এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ( এসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

এসিবি জানিয়েছে , ‘ আফগানিস্তান জাতীয় দলের তারকা ক্রিকেটার রাশিদ খান ব্যায়াম করতে গিয়ে পিঠে ব্যাথা পেয়েছেন। তাকে এক সপ্তাহের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। দলের চিকিৎসক ও ফিজিওদের কাছ থেকে আগামী এক সপ্তাহ সম্পূর্ণ চিকিৎসা পাবেন তিনি।’

শ্রীলংকার বিরুদ্ধে আফগানিস্তানের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২ ,৫ আর ৭ জুন । এসিবি তৃতীয় ম্যাচে রাশিদ খানের ফেরার আশা করছে । কিন্তু আফগানিস্তানের নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে , বাংলাদেশের বিপক্ষে সিরিজেও শুরু থেকে মাঠে না থাকার সম্ভাবনা রয়েছে তাঁর । আগামী ১৪ জুন একমাত্র সাদা পোশাকের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। আসন্ন ম্যাচে রশিদ খানের মতো অভিজ্ঞ একজনকে না পেলে নিঃসন্দেহে অনেক বেশি ভুগতে হবে সফরকারী দলকে।

শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান দল: হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহীম জাদরান, রিয়াজ হাসান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্ম নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রাশিদ খান (শেষ ওয়ানডে), মুজিব উর রহমান, নূর আহমেদ, আব্দুল রহমান, ফজল হক ফারুকি ও ফরিদ আহমেদ মালিক।

আহাস/ক্রী/০০৭