Download WordPress Themes, Happy Birthday Wishes

ইউরোপা ফাইনালে রোমাকে হারিয়ে সেভিয়ার উল্লাস

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

উয়েফা ইউরোপা লিগের ফাইনালে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে সেভিয়া । অন্যদিকে , কখনও ইউরোপিয়ান ফাইনালে না হারা হোসে মারিনিও দেখলেন প্রথম পরাজয় । তাতে সপ্তমবারের মতো ইউরোপা লিগের শিরোপা নিজেদের ঘরে নিয়ে গেছে স্পেনের প্রতিনিধি সেভিয়া ।

বুধবার (৩১ মে) হাঙ্গেরির পুশকাস অ্যারেনায় ইউরোপা লিগের শিরোপা লড়াইয়ে নেমেছিল সেভিয়া আর রোমা । স্পেন আর ইটালির দুই মাঝারী ক্লাবের লড়াই ছিল উত্তেজনায় ঠাসা । ১২০ মিনিটের লড়াইয়ে কেউ কাউকে হারাতে পারেনি । ম্যাচ ১-১ গোলে শেষ হয় । ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে । যেখানে ৪-১ গোলের জয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে সেভিয়া ।

ইউরোপা লিগের অতীত বিবেচনায় সেভিয়া ছিল ফেভারিট । কিন্তু রোমার কোচ হিসেবে আছেন হোসে মারিনিও । পর্তুগীজ ভদ্রলোক দুইটি চ্যাম্পিয়ন্স লিগসহ পাঁচটি ইউরোপিয়ান ফাইনালে কখনও হারেন নি । কিন্তু তাঁকে প্রথম ইউরোপিয়ান ফাইনালে হারের তেতো স্বাদ দিয়েছে সেভিয়া । কোচ লুই মেন্দিলবার সেভিয়ার কল্যাণে জিতলেন ক্যারিয়ারের প্রথম মেজর কোন ট্রফি ।

সেভিয়ার জয়ের নায়ক ছিলেন কাতার বিশ্বকাপের অন্যতম সেরা গোলরক্ষক ইয়াসিন বুনো । মরক্কোর কিপার আটকে দিয়েছেন রোমার গিয়ানলুকা মানচিনির শট । ব্রাজিলিয়ান রোজার ডি সিলভার শট তাঁর হাত ছুঁয়ে লাগে পোস্টে । পেনাল্টি শুট আউটে রোমার হয়ে একমাত্র গোল করেছেন ব্রায়ান ক্রিস্টানে ।

অন্যদিকে সেভিয়ার কেউ সুযোগ নষ্ট করেন নি । শুট আউটে গোল করেন লুকাস ওকাম্পোস , ইভান রাকিতিচ , এরিক লামেলা আর গঞ্জালো মন্টিয়েল । আর্জেন্টিনার মন্টিয়েলের শট প্রথমে পোস্টে লাগে । কিন্তু রোমা গোলরক্ষক আগে থেকে জায়গা ছেড়ে এগিয়ে আসায় রেফারি পুনরায় শটের নির্দেশ দেন । দ্বিতীয় দফায় আর ভুল করেন নি মন্টিয়েল । কাতারের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ফাইনালেও শেষ শটে লক্ষ্যভেদ করেছিলেন মন্টিয়েল ।

ম্যাচের প্রথম গোল করেছিল রোমা । ৩৫ মিনিটে মানচিনির দারুণ পাস থেকে গোল করেন পাওলো দিবালা ।

৫৫ মিনিটে সেভিয়া সমতায় ফেরে আত্মঘাতী গোলে । হেসুস নাভাসের ক্রস হেডে ফেরাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন মানচিনি । তাতেই স্বস্তি ফেরে সেভিয়া শিবিরে ।

ম্যাচের বাকী সময়ে কোন গোল হয় নি । গোলের দেখে মেলে নি অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও । তাই ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে ।

আহাস/ক্রী/০০২