Download WordPress Themes, Happy Birthday Wishes

ইংল্যান্ডের পক্ষে জশ টংয়ের অভিষেক

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বৃহস্পতিবার (১ মে) আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে ইংল্যান্ড । ম্যাচে অভিষেক হচ্ছে জশ টংয়ের । আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের একাদশে এই পেসারকে রেখেছে ইংলিশরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা করা হয়েছে । আইরিশদের বিপক্ষে খেলছেন না অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন। এই সুযোগে ইংলিশদের পক্ষে অভিষেকের সুযোগ পেয়েছেন টং ।

টেস্টের পর ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ রয়েছে ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে চোট শঙ্কায় থাকা অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন ও অলিভার রবিনসনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ দলটি। তাই ২৫ বছর বয়সী টংকে ডাকা হয় দলে।

চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে চার ম্যাচে ১১ উইকেট নিয়েছেন টং । এর মধ্যে স্টিভেন স্মিথের উইকেটও রয়েছে। এ পর্যন্ত ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে টাং শিকার করেছেন ১৬২টি উইকেট, গড় ২৬.০৪।

ইংল্যান্ডের একাদশ : বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ম্যাথিউ পটস, জশ টাং ও জ্যাক লিচ।

আহাস/ক্রী/০০৯