Download WordPress Themes, Happy Birthday Wishes

আর্জেন্টিনাকে হারিয়ে নাইজেরিয়ান কোচের হুংকার

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

নিজেদের মাটিতে চলমান ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা । স্বাগতিকদের নক আউট পর্বে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নাইজেরিয়া । যাকে অনেকেই বলছে অঘটন । কিন্তু খোদ নাইজেরিয়া যুব দলের কোচ আর্জেন্টিনাকে হারানো স্বাভাবিক বিষয় বলে মনে  করছেন ।

আর্জেন্টিনা যুব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশী ছয়বার শিরোপা জিতেছে । দিয়াগো ম্যারাডোনা , লিওনেল মেসি , সার্জিও আগুয়েরোরা যুব বিশ্বকাপ জিতেই বড় তারকা হবার পথে এগিয়েছিলেন । আর্জেন্টিনার বর্তমান দলেও আছেন লুকা রোমেরো , আলেজো ভেলিজের মতো উঠতি তারকা । যাদের মধ্যে  আগামী দিনে বড় তারকা হয়ে ওঠার সব গুণাবলী আছে । আর দলের কোচ হিসেবে আছেন হাভিয়ের মাশ্চেরানো । যাকে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে গণ্য করা হয় ।

সফল হওয়ার সব উপাদান থাকলেও আর্জেন্টিনা যুব বিশ্বকাপের নক আউট পর্ব থেকে বিদায় নিলো । অবশ্য আর্জেন্টিনা চলতি বিশ্বকাপেই সুযোগ পেয়েছে অনেকটা ফিফা’র দাক্ষিণ্যে । শুরুতে যুব বিশ্বকাপের আয়োজক ছিল ইন্দোনেশিয়া । কিন্তু ইসরায়েল বিরোধী ইস্যুতে ফিফা কেঁড়ে নেয় ইন্দোনেশিয়ার স্বাগতিক মর্যাদা । আর আর্জেন্টিনাকে দেয়া হয় স্বাগতিক দায়িত্ব ।

অথচ চলতি বছরের শুরুতে আয়োজিত কোপা আমেরিকার গ্রুপ পর্ব পেরুতে পারেনি আর্জেন্টিনা । সেরা চার দলে না থাকায় সুযোগ ছিল না বিশ্বকাপ খেলার । কিন্তু ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ফিফা’র নেয়া ব্যবস্থায় কপাল খুলে যায় আলবেসেলস্তেদের ।

স্বাগতিক হিসেবে আর্জেন্টিনা গ্রুপ পর্বে পেয়ে যায় সহজ তিনটি দল । উজবেকিস্তান , গুয়েতেমালা আর নিউজিল্যান্ড , তিন দলকেই হারিয়ে পুরো পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার যুবারা উঠে আসে নক আউট পর্বে । তিন ম্যাচে করে ১০ গোল । কিন্তু শেষ রক্ষা হয় নি । সেরা ষোল পর্বে ১৯৮৯ সালের ফাইনালিস্ট নাইজেরিয়ার সামনে পড়তেই কুপোকাত মাশ্চেরানোর দল ।

আর্জেন্টিনাকে হারিয়ে হুংকার ছেড়েছেন আফ্রিকান সুপার ইগল কোচ লাদান বোসো । জানিয়েছেন , ‘ আর্জেন্টিনাকে হারানো বড় কোন ঘটনা না । কারণ আমরা এসেছি শিরোপা জিততে । ‘

ম্যাচ শেষে পরাজিত আর বিমর্ষ আর্জেন্টিনা কোচ মাশ্চেরানোকে সান্ত্বনা দেন বোসো । 

আহাস/ক্রী/০০৬