Download WordPress Themes, Happy Birthday Wishes

স্বপ্নার পর বিদায় নিচ্ছেন নারী ফুটবল দলের কোচ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

হঠাৎ করেই বাংলাদেশের নারী ফুটবল দলে অস্থিরতা দেখা দিয়েছে । সাফ জয়ী জাতীয় দলের খেলোয়াড় সিরাত জাহান স্বপ্না দিয়েছেন অবসরের ঘোষণা । আর স্বপ্নাদের গুরু গোলাম রাব্বানি ছোটন দিয়েছেন বিদায়ের বার্তা । আগামী জুন মাস থেকেই বাংলাদেশের নারী ফুটবল দলের কোচের পদে আর থাকছেন না তিনি ।

সিরাত জাহান স্বপ্না নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সাফ গেমসে বাংলাদেশের শিরোপা জয়ে রেখেছিলেন অনন্য ভূমিকা । ২০২২ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত আসরে করেছিলেন দ্বিতীয় সর্বোচ্চ চার গোল । কিন্তু তাঁকে আর দেখা যাবে না ফুটবল মাঠে বাংলাদেশের লাল-সবুজ রঙা জার্সি গায়ে লড়তে । তিনি বিদায় জানিয়েছেন জাতীয় দলকে । ইতোমধ্যে ক্যাম্প ছেড়ে চলে গেছেন নিজ জেলা রংপুরে ।

স্বপ্না হঠাৎ করে জাতীয় ফুটবল দল থেকে অবসর নেয়ার কোন কারণ জানান নি । তবে অনেকেই মনে করছেন , ফুটবল নিয়ে অনিশ্চয়তার কারণে তাঁর এমন সিদ্ধান্ত । সাফ চ্যাম্পিয়নশিপের পর বাংলাদেশের নারীদের জাতীয় দল কোন আন্তর্জাতিক ম্যাচ খেলে নি । তাদের পাঠানো হয় মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে । যা নিয়ে অনেক জলঘোলা হয়েছে । এছাড়া নারী ফ্রেঞ্চাইজি লিগের ঘোষণা দিয়েও শুরু করা যায় নি । অথচ নারী ফ্রেঞ্চাইজি লিগের কারণে বিদেশ থেকে প্রস্তাব পেয়েও খেলতে যান নি অনেকে । ফ্রেঞ্চাইজি লিগের ঝুলে যাওয়া হতাশ করেছে নারী ফুটবলারদের ।

স্বপ্নার বয়স মাত্র ২২ বছর । মাত্রই বয়সভিত্তিক দল থেকে জাতীয় দলে খেলা শুরু করেছেন অথচ এই বয়সেই তাঁর অবসরের ঘোষণায় অবাক সবাই । যদিও স্বপ্নার অবসরের বিষয়টি বাফুফে’র কারো জানা নেই । নারী দলের নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন জানিয়েছেন , ‘ কয়েকদিন যাবত স্বপ্না অবসাদে ভুগছিলেন । তাঁর মধ্যে হতাশা কাজ করছিল । সবাই ভেবেছে , মন শান্ত করতে স্বপ্না ছুটি নিয়ে বাড়ি গেছেন । ‘

যদিও স্বপ্না ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন , ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে অবসর নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সব কিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি। খেলার সুবাদে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন।’

এদিকে , স্বপ্নার অবসরের ধাক্কা কাটতে না কাটতে নারী দলের কোচ ছোটন ঘোষণা দিয়েছেন দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার । ছোটন জানান , ‘ আমি নারী দলের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী মাসপর্যন্ত আছি। গত সাত-আট বছর অক্লান্ত পরিশ্রম করেছি। পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবনে সময় দিতে পারিনি। একের পর এক টুর্নামেন্টে যে শারীরিক-মানসিক চাপ সেটা থেকে আমার বিশ্রাম দরকার। ’

জাতীয় দল থেকে অবসর নিয়ে নারীদের ফুটবলে কাজ করতে চান ছোটন । তবে সেটা নারীদের ক্লাব ফুটবলে ।

আহাস/ক্রী/০০৭