
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
বিশ্ব ফুটবলে একমাত্র কোচ হোসে মারিনিও , যাকে ডাকা হয় ‘স্পেশাল ওয়ান’ । নামটি নিজের কর্মগুণেই অর্জন করেছেন তিনি । যখন যে দলের হয়ে দাঁড়িয়েছেন ডাগ আউটে , সৃষ্টি করেছেন কোন না কোন ইতিহাস । রিয়েল মাদ্রিদ , ম্যানচেস্টার ইউনাইটেড , চেলসি আর ইন্টার মিলানের মতো দলকে এনে দিয়েছেন সাফল্য । বর্তমানে কাজ করছেন সাধারণ মানের দল এএস রোমায় । কিন্তু সেখানেও তাঁর সাফল্য রয়েছে অব্যাহত ।
বৃহস্পতিবার (১৮ মে) ইটালিয়ান ক্লাব রোমা নাম লিখিয়েছে ইউরোপের দ্বিতীয় সারির আসর উয়েফা ইউরোপা লিগের ফাইনালে । জার্মানির বায়ার লেভারকুসেনকে বিদায় করে তারা নাম লিখিয়েছে শিরোপা লড়াইয়ের শেষ ধাপে । দুই দলের প্রথম লেগে ম্যাচটি রোমা নিজেদের মাঠে জিতেছিল ১-০ গোলে । আর দ্বিতীয় লেগের ম্যাচ জার্মানির বে অ্যারেনায় শেষ হয় গোলশূন্যভাবে । তাতেই দুই লেগ মিলিয়ে ১-০ গোলের জয়ে ফাইনালে নাম লেখায় রোমা ।
১৯৯০-৯১ সালে একবারই ইউরোপা লিগের ফাইনালে খেলে রোমা । সেবার অল ইটালিয়ান ফাইনালে তারা হেরেছিল ইন্টারের কাছে । সেই সময় ফাইনালও ম্যাচও ছিল দুই লেগের । দ্বিতীয় লেগে ইন্টারকে নিজেদের মাঠে রোমা হারায় ১-০ গোলে । কিন্তু প্রথম লেগে ২-০ গোলের জয় থাকায় শিরোপা উল্লাস করেছিল ইন্টার ।
রোমার দ্বিতীয় ইউরোপা ফাইনাল হলেও মারিনিও উঠলেন ইউরোপিয়ান আসরে ষষ্ঠবার । ইতোপূর্বে পোর্টো আর ম্যান ইউকে জিতিয়েছেন ইউরোপা লিগের শিরোপা । নিজ দেশের এফসি পোর্টোকে ২০০৩-০৪ মৌসুমে জিতিয়েছেন সর্বোচ্চ ইউরোপিয়ান খেতাব চ্যাম্পিয়ন্স লিগ । ইন্টার মিলানকেও ২০০৯-১০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন স্পেশাল ওয়ান । ২০১৭-১৮ মৌসুমে তাঁর অধীনে ম্যান ইউ খেলেছে ইউরোপা লিগের ফাইনাল । আর সর্বশেষ মৌসুমে রোমাকে তিনি জিতিয়েছেন উয়েফা কনফারেন্স লিগ ।
মারিনহো ইউরোপিয়ান প্রতিযোগিতায় পাঁচটি শিরোপা জিতেছেন । কিন্তু কখনও জিততে পারেন নি উয়েফা সুপার কাপ । ম্যান ইউ আর চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে খেলেছেন সুপার কাপে । কিন্তু হেরেছেন দুইবারই ।
চলতি মৌসুমে ইটালিয়ান সিরি ‘এ’ ফুটবলে খুব ভাল অবস্থায় নেই । ৩৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে লিগ টেবিলের ছয়ে । সেরা চারে থাকতে না পারলে আগামী মৌসুমে তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার কথা না । সেই ক্ষেত্রে ইউরোপা লিগের বিজয়ী হিসেবেই তারা পেতে পারে সুযোগ ।
জুনের ১ তারিখ হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় রোমা ইউরোপা লিগের শিরোপা লড়াইয়ে মাঠে নামবে সেভিয়ার বিপক্ষে । যারা ছয়বার ফাইনালে উঠে কখনও হারে নি । সেভিয়াকে ফাইনালে প্রথম হারের স্বাদ দিয়ে মারিনহো নতুন কোন ইতিহাস রচনা করলেও অবাক হবার কিছু থাকবে না । সেই অভ্যাস আছে স্পেশাল ওয়ানের ।
আহাস/ক্রী/০০২