Download WordPress Themes, Happy Birthday Wishes

শ্রীলংকার বিপক্ষে আফগানিস্তান স্কোয়াডে বড় চমক

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামছে শ্রীলংকা । জুনের শুরুতেই শুরু হবে দুই দলের ওয়ানডে লড়াই । ক্রিকেট ঐতিহ্য আর শক্তিতে আফগানিস্তানের অনেক এগিয়ে শ্রীলংকা । কিন্তু আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য আইসিসি একদিনের বিশ্বকাপে আফগানরা পেয়েছে সরাসরি মুল পর্বে খেলার টিকেট । কিন্তু শ্রীলংকাকে খেলতে হবে বাছাই পর্ব ।

বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে এগিয়ে আছে আফগানিস্তান । তাদের অবস্থান আটে আর শ্রীলংকা নয় । শ্রীলংকা একদিনের ক্রিকেটে সাবেক বিসসচ্যাম্পিয়ন আর বর্তমান এশিয়া কাপ চ্যাম্পিয়ন । কিন্তু সাম্প্রতিক সময় তারাই ভুগছে ধারাবাহিকতার অভাবে । তাই শ্রীলংকার মাটিতে সিরিজ হলেও আফগানিস্তানের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না ।

শ্রীলংকার মাটিতে আসন্ন ওয়ানডে সিরিজে আফগান স্কোয়াডে যোগ হয়েছেন আবদুল রহমান । যিনি একজন মিডিয়াম ফাস্ট বোলার । ব্যাট হাতেও কার্যকর । অল রাউন্ডার হিসেবেই তাঁর পরিচিতি । কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক হয় নি ।

সোমবার (১৫ মে) শ্রীলংকার বিপক্ষে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান । দলকে নেতৃত্ব দেবেন হাসমাতুল্লাহ শহিদী আর সহ-অধিনায়ক রহমত শাহ । দলে আছেন মোহাম্মদ নবী আর রাশিদ খানের মতো তারকা খেলোয়াড়রা ।

আবদুল রহমান ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছেন । হিন্দুকুশ স্ট্রাইকসের হয়ে সর্বশেষ পাঁচটি লিস্ট ‘এ’ ম্যাচে নিয়েছেন ষাট উইকেট । করেছেন দুইটি হাফসেঞ্চুরি । ২১ বছর বয়সী রহমান দলের জন্য দারুণ সংযোজন হবেন বলে মনে করেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক নুর-উল- হক মালেকজাই ।

আগামী ২,৪ এবং ৭ জুন শ্রীলংকার বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে শ্রীলংকা । সব ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায় ।

আফগানিস্তান স্কোয়াড- হাসমতুল্লাহ শহিদী , রহমত শাহ , রহমানুল্লাহ গুরবাজ , ইবরাহিল জারদান , রিয়াজ হাসান , নাজিবুল্লাহ জারদান , মোহাম্মদ নবী , ইকরাম আলিখাইল, আজমতুল্লাহ ওমরজাই , রশিদ খান , মুজিব উর রহমান , নুর আহমাদ , আবদুল রহমান , ফজল উল হক ফারুকী , ফরিদ আহমেদ মালিক

রিজার্ভ বেঞ্চ- গুলবাদিন নাইব , শহিদুল্লাহ কামাল , ইয়ামিন আহমেদজাই , জিয়াউর রহমান

আহাস/ক্রী/০০৬