Download WordPress Themes, Happy Birthday Wishes

শেষ হয়ে যায় নি বায়ার্নের সব আশা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বেদখল হতে চলেছে জার্মানিতে বায়ার্ন মিউনিখ সাম্রাজ্য । ২০১২-১৩ মৌসুম থেকে বুন্দেস লিগাকে নিজেদের সম্পত্তি বানিয়ে রেখেছে বাভারিয়ানরা । এক দশকের তাদের আধিপত্যে বিন্দুমাত্র আঁচড় লাগাতে পারে নি । কিন্তু সেই সময় শেষ । ২০২২-২৩ মৌসুমে বুন্দেস লিগার মুকুট উঠতে চলেছে বুরুশিয়া ডর্টমূণ্ডের মাথায় ।

শনিবার (২০ মে) বুন্দেস লিগায় হেরেছে বায়ার্ন । অ্যালিয়াঞ্জ অ্যারেনাতেই লেইপিজিগ তাদের হারিয়ে গেছে ৩-১ গোলে । শুধু হারিয়ে যায় নি , বলা যায় করে গেছে বায়ার্ন সাম্রাজ্য পতনে শক্তিশালী আঘাত । আর রবিবার (২১ মে ) নিজেদের ম্যাচে বুরুশিয়া ডর্টমূণ্ড ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে অসবার্গকে । তাতে ১০ মৌসুম পর শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বুরুশিয়া ।

ম্যাচের প্রথমার্ধে অসবার্গের মাঠে কোন গোলের দেখা পায় নি ডর্টমূণ্ড । তাতে সমর্থকদের উদ্বিগ্নতা বেড়ে যায় । লিগ শিরোপা পুনরুদ্ধারে এই ম্যাচ জয়ের তো কোন বিকল্প নেই । সমর্থকদের দুশ্চিন্তা থামে ৫৮ মিনিটে । গোল করেন সেবাস্তিয়ান হেলার ।

প্রথম গোলের পর বেড়ে যায় ডর্টমূণ্ডের আত্মবিশ্বাস । ৮৪ মিনিটে হেলারের গোলেই ২-০ ব্যবধানে লিগ নেয় অতিথিরা । আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান ৩-০ করেন হুলিয়ান ব্র্যান্ডিট । তাতেই বড় জয়ের পাশাপাশি শিরোপার নাগালে চলে এসেছে বুরুশিয়া ডর্টমুণ্ড ।

১৮ দলের বুন্দেস লিগায় ৩৩ রাউন্ডের খেলা শেষ । সকলের ম্যাচ বাকী একটি করে । ৩৩ ম্যাচে ডর্টমূণ্ডের পয়েন্ট ৭০ আর বায়ার্নের ৬৮ । শেষ ম্যাচে মেইঞ্জের বিপক্ষে জিতলে শিরোপা চলে যাবে ডর্টমুণ্ডের ঘরে । আবার বায়ার্ন শেষ ম্যাচে ড্র করলে বুরুশিয়াকেও ড্র করলেই হবে ।

আবার শেষ ম্যাচে বুরুশিয়া ড্র করলে আর বায়ার্ন জিতে গেলে দুই পয়েন্ট দাঁড়াবে ৭১ । সেই ক্ষেত্রে গোল ব্যবধান আর হেড টু হেড বিচারে বায়ার্ন ঘরে তুলবে লিগ শিরোপা । চলতি মৌসুমের বুন্দেস লিগায় নিজেদের মাঠে বায়ার্ন হারিয়েছে ডর্টমুণ্ডকে । কিন্তু ফিরতি দেখায় নিজেদের মাঠে ডর্টমুণ্ড জিততে পারে নি । তাই শেষ ম্যাচে বায়ার্নের সুযোগ থাকছেই ।

আগামী শনিবার কোলনের মাঠে খেলতে যাবে বায়ার্ন । আর নিজেদের মাঠে মেইঞ্জকে আতিথ্য দেবে ডর্টমূণ্ড । শিরোপা নিশ্চিতে নিজেদের মাঠে জয়ের জন্যই নামবে ডর্টমুণ্ড । হেরে গেলে বা ড্র করলে তাদের স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হবে – জেনেই মাঠে নামবে দলটি । 

বুন্দেস লিগাকে নিজেদের একক ‘রাজত্ব’ হিসেবে শাসন করা বায়ার্নের জন্য নতুন না । ইতিহাস বলছে , সর্বাধিক ৩১বার জার্মান লিগ জিতেছে বায়ার্ন । সেখানে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ শিরোপা বুরুশিয়া আর মঞ্চেনগ্লাডবাখের । ইউরোপের আর কোন লিগে বায়ার্নের মতো যুগ যুগ ধরে আধিপত্য বিস্তার করতে পারে নি কোন দল । ওণেকবাড় শেষ মুহূর্তের নাতকে বায়ার্নের ঘরে গেছে শিরোপা । এবারেও তেমন কিছু হবে কিনা কে জানে ।

আহাস/ক্রী/০০৫